ভ্যাসলিন এর সাহায্যে চুল কে মাত্র ৭ দিনে দ্রুত লম্বা ও ঘন করার সবথেকে কার্যকরী উপায়-Hair Growth
Автор: Beauty tips & tricks
Загружено: 2020-01-21
Просмотров: 4879
Описание:
আমরা সকলেই চাই আমাদের চুল লম্বা, ঘন এবং সুন্দর হোক। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ভ্যাসলিনের সাহায্যে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা এবং ঘন করতে পারবে। কি ভাবছ বন্ধুরা ?“ভেসলিন (Vaseline) দিয়ে আবার চুলের যত্ন হয় নাকি? তাইতো । হ্যাঁ বন্ধুরা, ভেসলিন চুলকে লম্বা, ঘন এবং খুব সুন্দর করে তুলতে দারুন কাজ করে ।
যদি ভেসলিনকে সঠিক পদ্ধতিতে ব্যাবহার করা যায় তবে চুল ওঠার পাশাপাশি চুলের আগা ফাটা থেকেও মুক্তি পাওয়া যায়।
তাই আজ আমি তোমাদের সাথে একটা খুব সহজ ও কার্যকরী উপায় শেয়ার করব। যেটা করলে চুল সহজেই লম্বা, ঘন এবং খুব সুন্দর হয়ে যাবে। আর তার সাথে চুল পড়ে যাওয়ার সমস্যাকেও পুরোপুরি দূর হয়ে যাবে।
তো চল দেখে নেয়া যাক চুলকে দ্রুত লম্বা এবং সুন্দর করে এই তোলার সহজ পদ্ধতিটি।
বন্ধুরা , তোমরা ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক দিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে এই ভিডিওটিতে পাঁচ হাজার লাইক পাবার সুবিধা করে দাও ।
এর জন্য সবার প্রথমে একটি কাঁচের বাটিতে দুই চামচ ভ্যাসলিন নিতে হবে। এবার এই বা্টিকে গরম জলের ওপর বসিয়ে ভ্যাসলিনকে গলিয়ে নিব। মনে রাখবে, কখনো ডাইরেক্ট আগুনে ভ্যাসলিন গলাবে না। যখন ভ্যাসলিন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল ও এক চামচ নারকেল তেল অ্যাড করে ভাল করে মিক্স করে নিতে হবে।
এবার রোজ রাতে শোয়ার আগে এই মিশ্রণটি তোমাদের চুলে ভালো করে লাগিয়ে নাও । তারপর ৫ থেকে ১০ মিনিটের জন্য চুলের গোড়ায় ভাল করে মালিশ কর। তারপর রিলাক্সে শুয়ে পড়। পরের দিন সকালবেলা শ্যাম্পু করে চুল নিলে হবে।
ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটি সপ্তাহে দুবার করে ব্যবহার করতে হবে । এভাবে নিয়মিত তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করার পর তোমরা তোমাদের চুলের মধ্যে একটা অসাধারণ পরিবর্তন লক্ষ করতে পারবে।
বন্ধুরা , তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে । আর পরবর্তিতে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও তাও জানাবে। আজ এই পর্যন্ত । বাই বাই , love u all ..
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: