জেনে নিন মধু খাওয়ার ১২টি চমৎকার উপকারিতা - ইসলামিক পণ্য ডট কম
Автор: ইসলামিক পণ্য - Islamic Ponno
Загружено: 2019-11-10
Просмотров: 559
Описание:
জেনে নিন মধু খাওয়ার চমৎকার ১২টি উপকারিতা - ইসলামিক পণ্য ডট কম
=====
খাঁটি মধু অর্ডার করতে কল করুনঃ
01784-158065
Like us on Facebook: / islamicponnopage
------
১) মধুতে ৩১ ধরনের পুষ্টি উপাদান, ১৩ ধরনের খনিজ পদার্থ, ২০ ধরনের অ্যামাইনো এসিড এবং বিভিন্ন ধরনের ভিটামিন ও এনজাইম প্রচুর পরিমাণে রয়েছে।
২) মধু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় ও রক্তশূন্যতা দূর করে।
৩) নিয়মিত মধু খেলে শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকজনিত রোগের প্রকোপ কমে।
৪) মধু ফুসফুসের এপিথেলিয়াম টিস্যুর কর্ম ক্ষমতা বাড়ায়। হালকা গরম পানিতে মধু মিশিয়ে খেলে কাশি ও শ্বাসনালীর সংক্রমণে উপকার পাওয়া যায়। দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস,
রাইনাটিস এবং সাইনাসের প্রদাহেও এটা খুব কার্যকর।
৫) খাদ্যনালীর প্রদাহ ও বদহজমেও মধু খেলে ভালো ফল পাওয়া যায়। মধু সহজে হজম হয় এবং শরীরে শক্তি যোগায়।
৬) শরীরের ওজন কমাতেও মধু উপকারী। নিয়মিত খাবারের সাথে মধু খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে।
৭) মধুতে থাকা ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে এবং হৃদপিণ্ডকে ভালো রাখে।
৮) রাতে দুই চামচ করে মধু নিয়মিত খেলে অনিদ্রা রোগ দূর হয় এবং ভালো ঘুম হয়।
৯) পুরুষের যৌন দূর্বলতা ও দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানে মধু অত্যন্ত কার্যকর পথ্য।
১০) মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। শরীরের উপরিভাগ পুড়ে গেলে সিলভার সালফাডায়াজিনের বদলে মধু ব্যবহার করা যায়। এছাড়া বিষাক্ত পোকার কামড়, কাটা-ছেঁড়া ও ক্ষতস্থানে মধু ব্যবহারে উপকার পাওয়া যায়।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার মোকাবেলাতেও মধু ভালো কাজ দেয়।
১১) আর্থ্রাইটিস বা বাতের ব্যথায় মধু খুবই উপকারী। এটা প্রদাহ কমায় এবং নতুন কোষ ও টিস্যু তৈরীতে সহায়তা করে। মধুর সাথে আদা মিশিয়ে খেলে অনেক জটিল রোগ থেকে বেঁচে থাকা যায়।
--------------------------------------------------------------------------
রিলেভেন টার্মসঃ-
জেনে নিন মধু খাওয়ার চমৎকার ১২টি উপকারিতা - ইসলামিক পণ্য ডট কম
জেনে নিন মধু খাওয়ার চমৎকার ১২টি উপকারিতা
মধু খাওয়ার চমৎকার ১২টি উপকারিতা
ইসলামিক পণ্য ডট কম
মধু
মধু খাওয়ার উপকারিতা
মধু খাওয়ার নিয়ম
খাঁটি মধু
খাঁটি মধু কোথায় পাবো
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: