ডেন্টাল ইমপ্ল্যান্ট কি , কিভাবে করা হয় , কেন ব্যয়বহুল,করতে কি ব্যথালাগে ???
Автор: Dr. Md. Sabbir Ahmed
Загружено: 2023-04-29
Просмотров: 253
Описание:
ডেন্টাল ইমপ্ল্যান্ট হলো এক ধরণের কৃত্রিম দাঁতের শেকড় যা টাইটানিয়াম নামক ধাতু দ্বারা তৈরী এবং মানবদেহের জন্য নিরাপদ।
✅ এক বা একাধিক হারিয়ে যাওয়া দাঁতযুক্ত বেশিরভাগ মানুষ ইমপ্ল্যান্টের জন্য সম্ভাব্য প্রার্থী। ইমপ্ল্যান্টগুলি প্রয়োজন হয় যখন রোগীদের দাঁত হারিয়ে যায়।
✅ ডেন্টাল ইমপ্ল্যান্টের দুটি অংশ।
১.টাইটানিয়াম স্ক্রু যা হাড়ের মধ্যে বসানো হয়।
২.Crown বা দাঁত,যা টাইটানিয়াম স্ক্রুর উপর বসানো হয়।
✅ ইমপ্ল্যান্টের সুবিধা সমূহঃ
১. কোন ভালো স্থায়ী দাঁত কাটার প্রয়োজন নেই।
২. অন্য যে কোন ভাবে দাঁত লাগানোর চেয়ে দীর্ঘস্থায়ী।
৩. ব্যবহারে স্বাভাবিক দাঁতের মতোই আরামদায়ক।
৪. রোগী মানসিকভাবে অনেক আস্থাশীল থাকে ব্যবহারে।
৫. কৃত্রিম দাঁতের মতো কোন অপ্রাকৃতিক অনুভূতি থাকে না।
৬. এ্যাসথেটিকভাবে বেশী গ্রহণযোগ্য
৭. কৃত্রিম দাঁতের তুলনায় বেশী মজবুত ও কামড়ের ধারণ ক্ষমতা বেশি।
৮. দাঁতের চোয়ালের হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা নেই।
যোগাযোগ -
ডেন্টাল পয়েন্ট
প্লট - ২১, রোড- ০১, সেকশন -১১,মিরপুর, কালসী রোড( সাংবাদিক প্লট এর বিপরীতে)
মোবাইল - ০১৭৩৪১৩০৫০৯
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: