প্রাকৃতিক এই ভেষজ খেলে ডায়াবেটিস আজীবন নিয়ন্ত্রন থাকবে। কখনও ইন্সুলিন বা কোনো ধরনের ঔষধ খেতে হবেনা!
Автор: Razia Healthy Food
Загружено: 2024-10-10
Просмотров: 202
Описание:
#womanstv
আমার ফেসবুক পেইজঃ / womanstv
আমার ইমু এবং হোয়াটসএপঃ 01927642827 / 01759537478
বিভিন্ন ভেষজ প্রোডাক্ট অর্ডার করতে ভিজিট করুনঃ www.varimartbd.com
বর্তমানে ডায়াবেটিস মহামারি আকারে দেখা দিয়েছে। ডায়াবেটিসের শিকারের সমস্যা ক্রমশই বাড়ছে। দেখা যাবে যে আমাদের আশেপাশেরই কারো না কারো ডায়াবেটিস আছে।
ডায়াবেটিস হলো একটি বিপাকীয় প্রক্রিয়া সংশ্লিষ্ট রোগ। যার কারণে দেহ যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে পড়ে বা ইনসুলিন প্রত্যাখ্যান করে। ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় অস্বাভাবিক হারে।রক্তে সুগারের মাত্রা খুব বেশি বেড়ে গেলে ক্লান্তি, ঘন ঘন প্রস্রাব, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া প্রভৃতি লক্ষণ দেখা দেয়।
আজকে আমি আপনাদেরকে কিছু কার্যকরী ভেশজে ঔষধ এর কথা বলবো যা ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখবেঃ
১। গুরমার - সাধারণ নাম: গুরমার, গুড়মার বটি,মধুনাশিনি, মেরা শৃংগী, অজাগন্ধিনী।
২। সত্তে গেলূ ( গুলঞ্চের শ্বেতসার )- গিলয়, গুডুস, গুড়ুচি, গুলবেল,
৩। মগজে তোখমে জামুন( জাম বিচির শাঁস)
৪। রেওয়ান্দ চীনী ( রেউচিনি) - এটার বাংলা নাম রেউচিনি। এটি সিকিম , সিমলা , চীন, তীব্বত এসব দেশে জন্মায়।
৫। যাঞ্জাবিল শুঠ - আদা গুড়া।
৬। সত্তে সালাজিত (শোধিত শিলাজুত )
৬ টা আইটেম কত পরিমানে নিবেন বলে দেই -
গুরমার ২৫০ গ্রাম , গুলঞ্চের শ্বেতসার -২০০ গ্রাম, জাম বিচির শাঁস-২০০গ্রাম , রেউচিনি ৯০ গ্রাম, আদা গুড়া-১৮০, শোধিত শিলাজুত- ৬০ গ্রাম । একসাথে মিশিয়ে নিবেন ।
খাওয়ার নিয়মঃ প্রতি দিন সকালে খাওয়ার পর ১ গ্লাস পানিতে ২ চামুচ মিশিয়ে পানি সহ সেবন করতে হবে। ।
Tage: womans tv,প্রাকৃতিক এই ভেষজ খেলে ডায়াবেটিস আজীবন নিয়ন্ত্রন থাকবে। কখনও ইন্সুলিন বা কোনো ধরনের ঔষধ খেতে হবেনা!,ডায়াবেটিস,ডায়াবেটিস নিয়ন্ত্রণ,ডায়াবেটিস কমানোর উপায়,ডায়াবেটিস নিয়ন্ত্রন,ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায়,ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহজ রাখার উপায়,ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায়,ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায়,ডায়াবেটিস,ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার উপায়,ডায়াবেটিস নিয়ন্ত্রণে,ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা,ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার উপায়,ডায়াবেটিস চিকিৎসা
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: