উচ্চাঙ্গ সঙ্গীত (রাগ পটদীপ) - বিজন মিস্ত্রী Classical Music (Raag Patdeep) - Bizon Mistry
Автор: মানবিক বাংলাদেশ Manobik Bangladesh
Загружено: 2022-10-22
Просмотров: 59
Описание:
সংগ্রহ - সোনার তরী (একটি শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র)
পরিকল্পনা - বর্ণালী সরকার, পরিচালনা - অসীম বাইন
Planning - Barnali Sarkar, Direction - Ashim Bain
বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন মিস্ত্রীর জন্ম ৮ জুন, বরগুনা জেলার আমতলীর নীমতলী গ্রামে। শৈশব থেকেই কীর্ত্তন শুনে গানের প্রতি আগ্রহ জন্মে৷ বৌদির গান শুনে ও বাবা মার অনুপ্রেরনায় সঙ্গীতে প্রবেশ। যতীন মজুমদারের কাছে শুদ্ধ সঙ্গীতে হাতেখড়ি এবং পন্ডিত গোপী মোহন কর্মকারের কাছে রাগ সঙ্গীতে তালিম নেন। পরবর্তীতে ঢাকা এসে সরকারী সঙ্গীত মহাবিদ্যালয় এবং ছায়ানটে ভর্তি হন। সেখানে গুরু হিসেবে পান শ্রদ্ধেয় খালিদ হোসেন ,শামীমা পারভীন, সাদি মহম্মদ, ইন্দ্রমোহন রাজবংশী ও জহীর আলীমে প্রমুখ শিক্ষকদের এবং ছায়ানটে গান শেখেন খায়রুল আনাম শাকিল, শাহীন সামাদ, সেলিনা হোসেনের কাছে। শুদ্ধ সঙ্গীত তালিম নিয়েছেন রেজোয়ান আলী লাভলু ,অনুপ বড়ুয়া, সতীন্দ্র নাথ হালদার,পুলক গুপ্তের কাছে, ধ্রুপদে তালিম নেন ড. মিন্টু কৃষ্ণ পালের কাছে । তাছাড়া উপমহাদেশের বিখ্যাত ওস্তাদ মসকুর আলী খান ও বিদুষী শান্তি শর্মার কাছে তালিম গ্রহণ করেন।
এছাড়া ওস্তাদ সুমন চৌধুরীর কাছে নজরুল সংগীত ও বর্তমানে গুরু অসিত দের কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম নিচ্ছেন তিনি।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতের বিশেষ শ্রেণীর শিল্পী হিসেবে তালিকাভুক্ত শিল্পী বিজন মিস্ত্রী বর্তমানে ছায়ানটের শিক্ষক হিসেবে নিয়জিত আছেন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্থাপত্য বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এছাড়া নজরুল সঙ্গীতে বিশেষ কৃতিত্ত্বের জন্য নজরুল একাডেমী থেকে পেয়েছেন নবীন ও প্রতিশ্রুতিশীল নজরুল শিল্পী প্রকল্প স্বীকৃতি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।
পটদীপ হল এক প্রকার হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের রাগ। এটি কাফি ঠাটের অন্তর্ভুক্ত। এর আরোহণে ঋষভ ও ধৈবত নেই, অবরোহণ সম্পূর্ণ।
পটদীপ ঔড়ব-সম্পূর্ণ প্রকৃতির রাগ। এর আরোহণে পাঁচটি নোট ব্যবহৃত হয়, কিন্তু অবরোহণে সাতটি নোটই ব্যবহৃত হয়।
আরোহণ: স জ্ঞ ম প ন র্স
অবরোহণ: র্স ন ধ প, ম ধ প, ম জ্ঞ র স
বাদীস্বর: পা (পঞ্চম)
সমবাদী স্বর: সা (ষড়্জ)
পকড়: প ম ধ প, জ্ঞ ম প ন স।
বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
পটদীপ রাগটি বেশ করুন । রাগটির আরোহ ও অবরোহনে এক প্রকার দুঃখ নির্গত হয়। যে কারণে রাগটির কাঠামোয় সুখের চিহ্নমাত্র নেই। সত্যজিৎ রায়ের ভক্তদের বলছি- সত্যজিৎ রায়ের প্রিয় রাগ ছিল পটদীপ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: