হোম মেইড তরল জৈব সার ছাঁদ বাগানসহ সকল সফলেই ১০০% নিরাপদ ও অর্গানিক সার তৈরি A to Z
Автор: কৃষিতে DKSR
Загружено: 2025-05-08
Просмотров: 135
Описание:
প্রথমে ১০০ লিটারে একটি প্লাস্টিকের ড্রাম নিতে হবে। ড্রামটি পরিষ্কার করে এতে ২০ কেজি তাজা গোবর নিতে হবে, তারপর ১০ লিটার গরুর চুনা ঢেলে দিতে হবে, ১.৫ কেজি চিটাগুড় দিতে হবে, তারপর পানিতে ভেজানো ১ কেজি সরিষার খৈল দিতে হবে, তারপর ১ কেজি বেসন,১ মুঠো জঙ্গলের মাটি, ১০০ গ্রাম টক দই, ১ টি ডিম খোসা সহ ভেংগে দিতে হবে, তারপর ৫ লিটার পুকুরের পানি, ২ লিটার চাল ধোয়া পানি, ১ কেজি চালের কুঁড়া দিয়ে একটি বাঁশের কাঠি দিয়ে ডান দিকে থেকে ভালো করে গুটিয়ে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে দিতে হবে।
এর পরিষ্কার পানি দিয়ে ১০০ লিটারের ড্রাম পূর্ণ করতে।
এভাবে প্রতিদিন সকালে ও বিকালে কাটিং দিয়ে ৭দিন গুটাতে হবে।
৭ দিন পর এই তরল জৈব সার জমিতে ব্যবহার উপযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ।
তরল জৈব সার ব্যবহারের নিয়ম হলো
৫ লিটার পানিতে ১ লিটার তরল জৈব সার মিশিয়ে সরাসরি গাছের গোড়ায় বা জমিতে স্প্রে প্রয়োগ করতে পারবেন।
তরল জৈব ১০০% অর্গানিক এবং উপকারী অনুজীব ভরপুর একটি সার।
এটি ছাঁদ বাগান, সবজি, ধান সহ সকল ধরনের ফসলে ব্যবহার সম্ভব।
এই সার ব্যবহার করলে কোন ধরনের রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন নেই এছাড়াও এই সারের কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
#organic
#rooftopgarden
#flowers
#vegitables
#gerden
#rice
#soilhealth
#bio
#microbiology
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: