এক হাজার পুরুষের চেয়েও উত্তম যে নারী
Автор: Know Your Deen
Загружено: 2018-01-23
Просмотров: 9256
Описание:
তাঁকে চেনার অর্থ হল তাঁর প্রতি ভালোবাসায় ও আনুগত্যে হৃদয় পূর্ণ হওয়া। তাঁর আনুগত্যের অর্থ, যা কিছুর ব্যাপারে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, যা কিছুর ব্যাপারে তিনি অনুৎসাহিত করেছেন সেগুলো ত্যাগ করা। যা কিছু তিনি এনেছেন, যা কিছু তিনি জানিয়েছেন তার সবকিছুই সত্য বলে স্বীকার করা, এর সাক্ষ্য দেয়া এবং এ সবকিছুর ওপর সন্তুষ্ট হওয়া। তাঁকে ভালোবাসতে পারা, তাঁর আনুগত্য করতে পারাই সম্মান।
.
তাঁকে ভালোবাসার অর্থ, তাঁর মতকে নিজের মতের ওপর প্রাধান্য দেয়া, তাঁর পছন্দকে নিজের পছন্দ বানিয়ে নেয়া। তাঁর নির্দেশ মেনে চলা। নিজের পোষাক-পরিচ্ছদ, আচার-আচরণ, কথায় ও কাজে যথাসাধ্য তাঁর অনুসরণের চেষ্টা করা। তাঁকে ভালোবার অর্থ হল সমগ্র দুনিয়ার চেয়ে তাঁকে বেশি ভালোবাসা। নিজ সম্পদ, পরিবার, সম্মান, এমনকি নিজের প্রাণের চেয়েও তিনি বেশি প্রিয় হওয়া।
.
তাঁকে ভালোবাসার অর্থ এ সত্য অনুধাবন করা যে সমগ্র বিশ্ব যদি এক দিকে থাকে আর তিনি যদি এক দিকে থাকেন তাহলে অবশ্যই আমাকে তাঁর সাথেই থাকতে হবে। এ সত্য অনুধাবন করা যে তাঁর জন্য নিজের কোন কিছু উৎসর্গ করার সুযোগ হবে, এমন মহা সৌভাগ্য কামনা করা।
.
তাঁকে ভালোবাসার অর্থ এ সত্য অনুধাবন করা যে এ দুনিয়া এবং এর সবকিছুর চেয়ে তাঁর সম্মান, তাঁর মর্যাদা অনেক, অনেক বেশি মূল্যবান। তাঁকে ভালোবাসার অর্থ তাঁর স্পষ্ট ভাবে ঘোষণা করা যে আপনি তাঁর অনুসারী, গান্ধী কিংবা লিঙ্কনের না। স্পষ্ট ভাবে ঘোষণা করা মানবতা, আধুনিকতা কিংবা অন্য কোন মাপকাঠিতে উত্তীর্ন হবার চেয়ে তাঁর ওপর নাযিলকৃত মাপকাঠিতে উত্তীর্ন হওয়া শত সহস্র কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। তাঁকে রক্ষা করার অর্থ যদি হয় সমগ্র দুনিয়া জ্বালিয়ে দেয়া, তবে হাসিমুখে তাতে রাজি হওয়া - আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।
.
জানেন কিভাবে তাঁকে ভালোবাসতে হয়? এক নারীর কাছ থেকে শিখে নিন..
.
#KnowYourDeen
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: