Mofazzal Hossen's Explosive Letter Reveals Muradnagar's Darkest Secrets
Автор: NabinagarTitastv
Загружено: 2024-11-29
Просмотров: 217
Описание:
কুমিল্লার মুরাদনগরে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের খোলা চিঠি বিতরণ ***
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঁদাবাজি, দখলবাজি ও নিরীহ মানুষদের উপর জুলুম বন্ধে এবং দলমত নির্বিশেষে মুরাদনগর উপজেলায় সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে সাড়ে ৬ লক্ষাধিক জনগণের কাছে খোলা চিঠি লিখেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাজিরহাট বাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, ব্যবসায়ী ও গাড়ির চালকদের কাছে এই খোলা চিঠি বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
খোলা চিঠি বিতরণকালে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ জামাল উদ্দিন, আইনজীবী এডভোকেট ফেরদৌস মিয়া সুমন, আকবপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, বিডিয়ার হাবীবুর রহমান, আব্দুল কুদ্দুস, মোঃ রেফায়েত, মোঃ শাহিন আলম ও সার্জেন্ট শুক্কু মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ হোসেন মিয়া, আকবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান ভূঁইয়া, যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা ও মোখছেদুল আলম, যুবদল নেতা মোঃ লিটন, মোঃ হীরা, কাউছার আহমেদ ও মোঃ কামরুল, আকবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল আমিন, আকবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ সোলেমান। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো বহু নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা মতায় আসার পর আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ দাদাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে ২০১০ সাল থেকে মুরাদনগরবাসীর নিকট থেকে দূরে সরিয়ে রেখেছেন, যা অত্যান্ত দুঃখজনক, আমরা আশা করছি কায়কোবাদ দাদা অতি শিঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। তারা আরো বলেন, মুরাদনগরে যাতে নতুন করে কেউ চাঁদাবাজি, লুটপাট, জমি দখল না করে ও বিএনপির সুনাম ুন্ন না করে এবং নিরীহ মানুষদের উপর জুলুম বন্ধে ও দলমত নির্বিশেষে মুরাদনগর উপজেলায় সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কায়কোবাদ দাদা মুরাদনগরবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন, যা আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এসময় তারা চিঠিতে উল্লেখ করা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদের সকল নির্দেশনা মেনে চলতে সকলকে আহবান জানান। তারা আরো বলেন, মুরাদনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী কায়কোবাদ দাদার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ্।
নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি।
Thanks for watching
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: