ঐতিহাসিক কুসুম্ভা মসজিদ মুসলিম স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন
Автор: SB90 TV
Загружено: 2022-11-12
Просмотров: 304
Описание:
কুসুম্ভা মসজিদের কিছু তথ্যঃ
কুসুম্বা মসজিদ এর অবস্থান বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় |
মান্দা উপজেলা সদর হতে ৫ কিঃমিঃ দূরে নওগাঁ রাজশাহী সড়কের পার্শে অবস্থিত এ কুসুম্বা মসজিদ । কুসুম্বা মসজিদটির নামকরণ করা হয়েছে কুসুম্বা গ্রামের নামানুসারে। মসজিদটির আরেক নাম কালা পাহাড় ।
এটি 1558-59 সালে নির্মিত হয়েছিল। মসজিদটির বয়স প্রায় ৪৫০ বছর ।
এটি শের শাহের বংশদর আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এর আমলে মসজিদটি নির্মিত হয়েছিল । 1897 এর বিশাল ভূমিকম্পের সময় মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল, বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা সুরক্ষিত।
কেন্দ্রীয় মিহরাব পশ্চিমে নকশা করা হয়েছে। কেন্দ্রীয় এবং দক্ষিণ-পূর্ব প্রবেশ পথের বিপরীতে অভ্যন্তরের পশ্চিম প্রাচীরটিতে দুটি মিহরাব রয়েছে। দুটি মিহরাবতে বিভাগ রয়েছে এবং তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ছিল। কারণ এটি নির্মাণের সময় নামাজের সময় সাধারণ জনগণ আধিকারিক এবং আভিজাত্য থেকে পৃথক হয়েছিলেন।
►কুসুম্বা মসজিদে কিভাবে যাবেন :
নওগাঁ শহর থেকে প্রায় ৪০ কিঃমিঃ দূরে এ কুসুম্বা মসজিদর্টি । নওগাঁ শহর থেকে রাজশাহী গামী বাসে করে আসতে হবে । যার ভাড়া নিবে ৪০/ ৫০ টাকা |
রাজশাহী শহর থেকে প্রায় ৪৫ কিঃমিঃ থেকে দূরে এ কুসুম্বা মসজিদ । রাজশাহী রেলগেট থেকে নওগাঁ গামী বাস ও সিএনজি করে যাওয়া যায়, যার ভাড়া নিবে ৫০/৬০ টাকা
#কুসুম্ভা_মসজিদ #kusumba_mosque #historical #naogaon
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: