আবাসিক হোটেলের মেয়েকে বিবাহ করে সুখের সংসার করছেন ও অন্যের ছেলেকে বাবার মত লালন পালন করছেন।
Автор: Janata tv
Загружено: 2025-06-07
Просмотров: 25160
Описание:
#janata_tv#
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি।।
আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় বলার কিছু নাই তারপরও আপনাদের বলতে হয় যাতে আপনাদের বুঝতে একটু সহজ হয়।
আবাসিক হোটেলের মেয়েকে বিবাহ করেছেন এমন একটি ছেলে যার তিনটি বউ চলে গেছে তাকে নিয়ে চার নাম্বার বিবাহ তার কিন্তু তিনটি বউ কেন চলে গেছে সেটা সে নিজেও জানেনা সেই ছেলে এখন আবাসিক হোটেলের এই মেয়েকে বিবাহ করেছে একটি ছেলে সন্তান সহ।
প্রথমে তাদের কোন ভালো মত ছিল না মতের ভিতর অনেক কিন্তু ছিল কিন্তু বিবাহর পরে এখন তারা বলল তারা অনেক সুখে আছে ভালো আছে তাদের কোন দোষ নেই তারা অনেক শান্তিতে আছে অন্যের ঘরের যেই ছেলেটি ছিল সেই ছেলেটি সে বাবার আদরের মানুষ করতেছে।
আবাসিক হোটেলের সব মেয়েরা যে খারাপ হয় এমনটা না আবার সেখান থেকে যে ফিরে আসে এটাই তার প্রমাণ আল্লাহ চাইলে সেখান থেকে যেন অনেকেই ফিরে আসতে পারে আমরা এই জঘন্য কাজ থেকে যেন ফিরে আসি।
সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: