লালবাগ কেল্লা |Lalbagh Fort, Dhaka | রহস্যময় লালবাগদূর্গ ভ্রমণের সকল তথ্য || ভ্রমণ গাইড
Автор: Noyon Jakar Bar
Загружено: 2025-04-21
Просмотров: 808
Описание:
#লালবাগ_কেল্লা #noyonjakarbar লালবাগ কেল্লা (Lalbagh Kella / Lalbagh Fort) মুগল আমলের ঐতিহাসিক নিদর্শন যা পুরান ঢাকার লালবাগে অবস্থিত। ঢাকা শহরের ৪০০ বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে অসমাপ্ত এই মুঘল দুর্গটি। ভ্রমণ গাইডের আজকের পর্বে থাকছে লালবাগ কেল্লার ইতিহাস, দেখার কি আছে, যাওয়ার উপায় সহ ভ্রমণের সকল বিস্তারিত তথ্য।
কিন্তু ১৬৮৪ সালে নবাব শায়েস্তা খাঁ'র কন্যা পরী বিবি মৃত্যু পর শায়েস্তা খাঁ এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন। পরীবিবিকে মসজিদ ও দরবার হলের মাঝখানে সমাহিত করা হয়।
'লালবাগ কেল্লা' বলতেই যে ছবিটি সবার কাছে পরিচিত, এটি মূলত পরীবিবির সেই সমাধি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ" বদলে "লালবাগ" নামকরণ করা হয়। আর দুর্গটি তখন পরিচিতি পায় লালবাগ দুর্গ নামে।
লালবাগ কেল্লার সময়সূচী ২০২২ ||
Lalbag Kella
Opening Time & Off Day
লালবাগ কেল্লা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। শুক্রবার দপুর ১২:৩০ থেকে ২:০০ পর্যন্ত বন্ধ থাকে। লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার এবং সোমবার শধুমাত্র দুপুর ২:৩০ থেকে খোলা থাকে। এছাড়া সকল সরকারী ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: