G news:গৌরীপুর শ্যামগঞ্জ সড়কের বেহাল দশা:Poor condition of Gouripur Shyamganj road.
Автор: G news
Загружено: 2022-08-02
Просмотров: 1303
Описание:
জি নিউজের পক্ষ থেকে সাধারণ মানুষের জন দুর্ভোগের কথা জানাতে আমরা এখন আছি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর - শ্যামগঞ্জ সড়কে। অত্র অঞ্চলের এই সড়কটি একটি গুরুত্বপূর্ন সড়ক।
এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, বাস লরি ও এলাকার ছোট খাট যানবাহন চলফেরার মাধ্যমে হাজারো মানুষ যাতায়াত করে।
রাস্তার দুরত্ব কমানোর জন্য এই রাস্তা টি দিয়ে কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা, নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ যাতায়তের সকল ধরনের গাড়ীগুলো মহাসড়ক ছেড়ে এই রাস্তাদিয়ে যাতায়ত করে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) অধিনে ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সড়কটি বিগত ২০০২-২০০৩ সালে পাকা করন করা হয়।
কিন্তু গুরুত্বপূর্ন এই সড়কটি বেশ কয়েকবার বড় ধরনের মেরামতের ও বর্ধিত করার পরও বছর যেতে না যেতেই শ্যামগঞ্জ থেকে গৌরীপুরের দিকে প্রায় ৪ কিলোমিটার যায়গায় ভেঙ্গে যাওয়া শুরু হয়। এর মুল কারন সড়কের দু‘পাশ ঘেঁষে বাণিজ্যিকভাবে মাছ চাষের জন্য একাধিক পুকুর রয়েছে। এই সমস্ত পুকুরের মালিকগন- রাস্তা ঘেঁষে খনন করা পুকুরের একটি পার- রাস্তাকেই ব্যবহার করেন। সড়ককে পাড় হিসেবে ব্যবহার করে- সড়কের উপর নেটের বেড়া ও মাটি দিয়ে উচু করে রাখায় - বর্ষাকালে বৃষ্টির পানি সড়কে জমে থেকে- সড়কটির ভাঙ্গন শুরু হয় এবং অনেক যায়গায় দেবেও যাচ্ছে।
সড়কটি দিয়ে যাতায়তকারী ও এলাকার সাধারণ মানুষের বলেন, পুকুরগুলোর বিধিঅনুযায়ী যতটুকু পাড় রাখার কথা, ততটুকু না রাখা এবং সড়ক থেকে পুকুর সাইটের মাঠি উচু করে রাখায় পানি নামতে পারে না। তাই সড়ক ভেঙ্গে- ব্যাপক ক্ষতি হচ্ছে। বর্তমানে হুমকির মুখে আছে -এই সড়কটি।
এই সড়কটি দিয়ে নিয়ম নিতির উপেক্ষাকরে অধিক বোঝাই গাড়ী গুলো বিশেষ করে পাথর ও লালবালী বহনকারি ট্রাকগুলো। তা ছাড়া নেত্রকোনা কিশোরগঞ্জ যাতায়ত কারী সকল গাড়ী গুলো বাইপাস হিসেবে এই সড়কটি ব্যবহার করে তাই বর্ষাকালে মুলত রাস্তাটির বেহাল দশা হয়ে যায়। তাই এবার বর্ষায়ও নিদিষ্ঠ কিছু স্থানে বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছে অত্র অঞ্চলের সাধারন মানুষ।
দর্শক মন্ডলী আমরা রাস্তাটির এমন অবস্থায় জনদুর্ভোগের কথা শুনবো এই রাস্তায় চলাচলকারি যাত্রী, ড্রাইভার, গাড়ীর মালিক, ও এলাকাবাসীর কাছথেকে।
গৌরীপুর - শ্যামগঞ্জ সড়কের ভাঙ্গন ঠেকাতে হলে প্রয়োজনীয় অংশে গাইডওয়াল নির্মাণের পাশাপাশি গৌরীপুর থেকে ৭ কিলোমিটার অংশ থেকে ৯ কিলোমাটার অংশে প্রায় ২ কিলোমিটার সড়ক ৩ ফিট উচুকরন সহ সমস্ত সড়কের পাশ্বে পুকুর মালিকদের নিজি নিজ পুকুরের পাড় নির্মান এবং পুকুরের পাড়ে সড়কের পাশ্বে উচু করে রাখা পুকুর পাড়ের বাধ সড়িয়ে নিলে। বর্ষায় সড়কে পানি জমে না থাকলে হয়ত সড়কটি ভাল থাকবে। এমনটি মনে করেন স্থানীয় জনগন।
এব্যাপারে কথা বলেছি এলজিইডির গৌরীপুর উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হকের সাথে তিনি বলেন, বেশী ভাঙ্গন স্থানে মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান অচিরেই কাজ শুরু হবে। এই সড়কটি পরবর্তীতে বড় ধরেনের মেরামতের জন্য এলজিইডির প্রকল্পে তালিকাভুক্ত হয়েছে যা এ বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: