চোখের জলে ভাসছে অভিমান | Heart Touching Bangla Song |
Автор: ভবঘুরে দুনিয়ায় । Wandering in the World ।
Загружено: 2026-01-24
Просмотров: 177
Описание:
চোখের জলে ভাসছে অভিমান | Heart Touching Bangla Song | #banglasadsong #newsong2026
এই গানের মূল উপজীব্য হলো একতরফা ভালোবাসা এবং বিশ্বাসভঙ্গের গভীর বেদনা। কথক তার ভালোবাসার মানুষকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসলেও বিনিময়ে পেয়েছেন কেবল অবহেলা আর দূরত্ব। গানের প্রতিটি চরণে ফুটে উঠেছে একাকীত্ব, পুরনো স্মৃতির দহন এবং প্রতিশ্রুতির বরখেলাপ। গানটির শেষে প্রেমিকের আত্মত্যাগ প্রকাশ পায়, যেখানে সে নিজের বুকে পাহাড়সম কষ্ট নিয়েও প্রিয়তমার সুখ কামনা করে এবং অভিমান নিয়ে বিদায় জানায়। সংক্ষেপে, এটি একটি ব্যর্থ প্রেমের করুণ আর্তনাদ।
________________________________________
গানের লিরিক্স
[Chorus]
ভালোবাসা দিয়েছিলাম উজাড় করে
তুমি তো দিলে না মন, রইলে দূরে।
[Chorus-2]
ভালোবাসা দিয়েছিলাম উজাড় করে
তুমি তো দিলে না মন, রইলে দূরে।
বুকের ভেতর জমছে ব্যথা পাহাড় সমান
আমার চোখের জলে ভাসছে অভিমান।
[Verse 1]
একলা ঘরে জানলা খুলে আকাশ দেখি
মনের খাতায় তোমার ছবি যতন করে রাখি।
কথা ছিল থাকবে পাশে সারাটি জীবন
মাঝপথে কেন ভেঙে দিলে অবুঝ এই মন?
[Bridge]
ভেবেছিলাম তুমি হবে আমার সুখের সাথি
এখন আমি একলা জেগেই পোহাই কালো রাতি।
[Chorus]
ভালোবাসা দিয়েছিলাম উজাড় করে
তুমি তো দিলে না মন, রইলে দূরে।
বুকের ভেতর জমছে ব্যথা পাহাড় সমান
আমার চোখের জলে ভাসছে অভিমান।
[Verse 2]
মাটির দেহ মাটির সাথে মিশে যাবে
আমার মতো কেউ কি তোমায় ভালোবাসবে?
সুখে থেকো, ভালো থেকো এই দোয়া করি
তোমার দেওয়া দুঃখ নিয়েই আমি যেন মরি।
[Bridge]
ভুল বুঝে আজ চলে গেলে অনেক দূরে
বাজবে না আর বাঁশি আমার করুণ সুরে।
[Final Chorus]
(High Emotional Pitch)
ভালোবাসা দিয়েছিলাম উজাড় করে
তুমি তো দিলে না মন, রইলে দূরে।
বুকের ভেতর জমছে ব্যথা পাহাড় সমান
আমার চোখের জলে ভাসছে অভিমান।
[Outro]
ভালোবাসা দিয়েছিলাম উজাড় করে
তুমি তো দিলে না মন, রইলে দূরে।
চোখের জলে ভাসছে অভিমান...
শুধু অভিমান...
#banglapop #sadsong, #newsong2026 #heartbroken, #valobashar_golpo_bangla #Diyechilam, #emotionalfolksong , #bengalimusic
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: