Shuvendu Maity-An Exclusive Interview | অকপট - একান্ত আলাপচারিতায় শুভেন্দু মাইতি | RVC Music
Автор: RVC MUSIC
Загружено: 2022-08-08
Просмотров: 2239
Описание:
Shuvendu Maity-An Exclusive Interview | অকপট - একান্ত আলাপচারিতায় শুভেন্দু মাইতি | RVC Music
এক সময় ছিলেন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী। বহুদিন হল তিনি সর্বক্ষণের সাংস্কৃতিক সংগঠক। আবাল্য গান শুনতে শুনতে ও গাইতে গাইতে গান বাসা বেঁধে আছে তাঁর অস্তিত্বের সবখানে। আবার বাল্যকাল থেকেই নাটক দেখতে দেখতে এক সময় নিজেই অভিনেতা হয়ে গেছেন। তিনি গান লেখেন, ছড়া লেখেন, কবিতা লেখেন, কবিতা বলেন, নাটক লেখেন, ছোটগল্প লেখেন, গানে সুর দেন, নাটক ও সিনেমায় সংগীত পরিচালনা করেন, তথ্যচিত্র বানান (অন্তত একটা তো বানিয়েইছেন তাঁর অন্যতম দীক্ষাগুরু হৃষীকেশ সাউকে নিয়ে), সর্বত্র গান গেয়ে বেড়ান, নতুন শিল্পীদের পাদপ্রদীপের তলায় এগিয়ে দিতে জানপ্রাণ লড়িয়ে দেন, অখ্যাত গ্রামীণ গুণী লোকসংগীত শিল্পীকে হাতে ধরে দাঁড় করিয়ে দেন গানের বিস্তৃত আঙিনায়, নাওয়াখাওয়া ভুলে গ্রামে গ্রামে ঘুরে লোকগান সংগ্রহ করেন, লোকসংস্কৃতি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা করেন, এক ঝাঁক নবীন শিল্পীকে লোকগানের পাঠ ও তালিম দিয়ে বাংলার নানা আঙ্গিকের লোকগানের ধারায় বারিসিঞ্চনে সহায়তা করেন, সমসাময়িক সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রবন্ধ লেখেন, সারা পশ্চিমবঙ্গে চরকির মতো ঘুরে বেড়িয়ে নিজের রাজনৈতিক পন্থার পক্ষে বক্তৃতা করেন, প্রয়োজনে সিনেমাতেও অভিনয় করেন। আমাদের সমকালে, একই অঙ্গে এত রূপ যাঁর, তাঁর নাম শুভেন্দু মাইতি না হয়ে অন্য কিছু হতেই পারে না।
#shubhendumaity
#folksong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: