[ আরে টিকাটুলির মোড়ে ] -tikatulir more ekta hall dance performance
Автор: AP-Twist
Загружено: 2018-04-09
Просмотров: 407045
Описание:
আরে টিকাটুলির মোড়ে
একটা অভিসার সিনেমা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে।।
আরে টিকাটুলির মোড়ে
একটা অভিসার সিনেমা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে।।
আর ভাই !
একদিন গেলাম সিনেমা দেখতে,
আর রিক্সা থেকে নেমে দেখি
হলে একটি সুন্দরী মেয়ে দাড়িয়ে আছে
ব্লাকে দশ টাকার টিকেট
বিশ টাকা দিয়ে কিনে নিয়ে
কোন রকম ভিতরে গিয়ে বসলাম।
হঠাৎ দেখি পাশের চেয়ারে
সেই মেয়েটি আমার পাশেই বসেছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আর ভাই !
সিনেমা আরম্ভ হয়ে গেল।
রাজ্জাক শাবানা যখন
প্রেমে হাবুডুবু খাচ্ছিল
তখন আমার বুকের ভিতর
ধুপ ধাপ শুরু হয়ে গেল;
হায়!!! আমি যদি প্রেম করতে পারতাম !
তখন দেখি পাশের সিটে বসা
সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে
আরে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
অ অ ওরে ভাই !
সিনেমা অ্যাকশন তখন চরম
রাজ্জাক ভিলেন যখন
ধুম ধাম মারপিট-
আবার শাবানা এসে
রাজ্জাক কে বলল
“আমি তোমাকে ছাড়া বাচবো নাহ, তুমি আমার জান”
তখন দেখি পাশের সিটে বসা
সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে!!
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
(অ অ ওরে ভাই !
সিনেমা শেষ হয়ে গেল।
মেয়েটি আমার রিক্সায় চেপে বলল
ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে।
গেলাম মোস্তফা হোটেলে
খুব পোলাও কোর্মা খাইলাম
হঠাৎ দেখি বয় একটা হাজার
টাকার বিল এনেছে
বিলটা দেখে তখন
আমার মাথা ঘুরেছে।
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
(অ অ ওরে ভাই !
খাওয়া-দাওয়া শেষ
মেয়েটি বলল ডার্লিং
আজকের মত চলে যাই
বলে চলে গেল।
আমি বাড়ি এসে
রিক্সা থেকে নেমে
রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি
মেয়েটি আমার পকেট মেরে
চলে গিয়েছে;
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
আরে টিকাটুলির মোড়ে
একটা হল রয়েছে,
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে !
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: