ফিস্টুলা রোগের জটিলতা ও সমাধান | স্বাস্থ্য বার্তা | কমিউনিটি ক্লিনিক
Автор: Rakib
Загружено: 2024-06-13
Просмотров: 8
Описание:
মহিলাদের ফিস্টুলা রোগ একটি ভয়াবহ রোগ, যার কারণে ভেঙে যেতে পারে একটি সুন্দর সংসার। অথচ সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে খুব সহজেই এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাছাড়া এ রোগের সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে করা হয়।
কিভাবে বুঝবেন একজন নারীর ফিস্টুলা রোগ হয়েছে কিনা-
১. মহিলার প্রস্রাবের রাস্তা দিয়ে সব সময় প্রস্রাব বা পায়খানা অথবা উভয়ই ঝরতে থাকা।
২. সমস্যা শুরু হবে বিলম্বিত প্রসবের পর, বা তলপেট/জরায়ু অপারেশনের পর।
কিভাবে ফিস্টুলা রোগ প্রতিরোধ করবেন-
১. বাল্য বিবাহ এবং কম বয়সে বাচ্চা নেয়া উচিত নয়।
২. হাসপাতালে নিরাপদ প্রসব করান।
৩. বাড়িতে প্রসব পরিহার করুন।
৪. বিলম্বিত প্রসব দেখলেই দ্রুত হাসপাতালে নিয়ে যান।
৫. গর্ভবতী মায়ের কোনো বিপদ চিহ্ন দেখা দিলেই সাথে সাথে হাসপাতালে নিয়ে যান।
৬. তলপেট বা জরায়ু অপারেশনের ক্ষেত্রে দক্ষ চিকিৎসকের শরনাপন্ন হোন।
ভাটিরটেক কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে এই রোগের চিকিৎসা করাতে পারবেন। অনেকে লজ্জায় এ রোগের কথা স্বীকার করেন না। তাদের জন্য পরামর্শ হলো, কাল বিলম্ব না করে চিকিৎসা গ্রহণ করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: