বিজ্ঞানী জহিরুল বাফি’র নির্বাহী পরিচালক হলেন - সাপ্তাহিক আজকাল | Ajkal New York
Автор: Ajkal New York
Загружено: 2020-07-11
Просмотров: 15
Описание:
বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (বাফি) এর নির্বাহী পরিচাল হলেন বিজ্ঞানী জহিরুল হক ভূঁইয়া মুকুল। ৭ জুলাই বাফির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রে বাফি একটি সামাজিক সংগঠন। ‘হেল্পিং হিলিং এন্ড কেয়ারিং’ এই স্লোগানেই মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোই বাফি’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
করোনাকালীন মহামারীর এই সময়ে বাফির পক্ষ থেকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে খাদ্যসামগ্রী, মাস্ক, নগদ অর্থ সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। গত এক যুগেরও বেশি সময় ধরে বাফি নীরবে নিভৃতে দেশে ও প্রবাসে সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাফি উত্তর আমেরিকার সর্ববৃহৎ সংগঠন ফোবানার অন্তর্ভুক্ত একটি রেজিস্টার্ড সংগঠন ও ভোটার।
উল্লেখ্য, বাফার নতুন নির্বাহী পরিচালক জহিরুল হক মুকুলের জন্ম বাংলাদেশে। তার পিতৃ নিবাস কিশোর গঞ্জ জেলার বাজিতপুর থানার বড় ঘাগটিয়া গ্রামে। জন্মলগ্ন থেকেই বাবার চাকুরীর সুবাদে ঢাকার আগারগাঁও, মহাখালীতে তার বেড়ে উঠা। তার পিতা মো. ইনামুল হক ভূঁইয়া ছিলেন সরকারী চাকুরিজীবী আর মা সাজেদা খাতুন সংসারিক কাজে নিয়োজিত ছিলেন।
তিনি ১৯৮৪ সনে মহাখালী মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৮৬ সনে সরকারী তিতুমীর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে অনার্স ১৯৯২ সনে এবং মাস্টার্স করেন ১৯৯৪ সনে। এরপর দুই বছর এসিআই এবং লিব্রা ফারমাসিউটিক্যাল কম্পানীতে কাজ করেন। ১৯৯৬ সনে উচ্চ শিক্ষার্থে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি নিউইয়র্ক স্টেটের সিটি ইউনিভার্সিটি থেকে আবারও প্রাণ রসায়ণে মাস্টারস করে ওয়েথ ফারমাসিউটিক্যাল কোম্পানির ভেকসিন ডিপার্টমেন্টে সায়েন্টিস্ট হিসাবে যোগদান করেন।
Subscribe now: https://bit.ly/ajkalNY
বিজ্ঞানী জহিরুল বাফি’র নির্বাহী পরিচালক হলেন - সাপ্তাহিক আজকাল | Ajkal New York - Weekly Newspaper in USA
#WeeklyAjkal
#WeeklyBanglaNews
#USABanglaNews
#USANews
#Newspaper
All Rights Reserved By Weekly Ajkal.
----------------------------------------------------------
Find us:
Email Address: [email protected]
Phone: 718-565-2100
Fax: 718-865-9130
Official website: https://www.ajkalnewyork.com/
Facebook: / weeklyajkal
Address:
37-07 74th Street, Suite: 8 Jackson Heights, NY 11372.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: