প্রকৃত দালাল কারা আজ জানলাম ও বুঝলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ দুই বছর আগের নারায়ণগঞ্জ
Автор: Al manar nuri
Загружено: 2020-04-10
Просмотров: 252
Описание:
প্রকৃত দালাল কারা
আজ জানলাম ও বুঝলাম
আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ দুই বছর আগের নারায়ণগঞ্জের একটি মাহফিলে কওমী জননী নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন,
"একটা আসনের জন্য কওমীর গোটা ইতিহাস নষ্ট করতেছে,
এরকম দালালদের আপনারা চিহ্নিত করবেন। সম্মানটা কোথায় গেল আমাদের? কওমী মাদ্রাসার সম্মান বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে এই সমস্ত দালাল মৌলভীরা"।
১৫-১১-২০১৮ ইং তারিখে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম বুঝেছিলাম কিছুটা হুজুর কাদের উদ্দেশ্য করে বলেছেন।
তবে আজ হুজুরের কথা পুরোপুরি বুঝতে পারলাম। গতকাল এরকমই একজন দালাল, বাবুনগরী হুজুরকে উদ্দেশ্য করে একটি কটাক্ষমূলক পোস্ট দেয়, সেখানে সকলে তাকে চরমভাবে গালি দেওয়া শুরু করলে, পোস্টটি হাইড করে আবার তার পেজে ছাড়ে।
আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ একজন মাজলুম আলেমেদীন, তিনি সাহসী বিপ্লবী মুজাহিদ, তাঁকে নিয়ে যে কটাক্ষ করবে নিঃসন্দেহে সে চরম বেয়াদব, সে মানুষের কাতারে পড়েনা।
জুনায়েদ বাবুনগরী হুজুর আপনাকে আন্তরিক মোবারকবাদ, আপনি সত্য উচ্চারণকারী, আল্লাহ্ সত্যবাদীদের ভালোবাসেন, আপনি সত্য উচ্চারণ করে যান।
যাদের জন্মে দালালী, রক্তে দালালী তারা দালালী করেই জীবন কাটাবে, তাদের মেরুদণ্ড আর সোজা হবেনা, পা চেটে চেটে দিন পার করতে হবে। এসবই হচ্ছে আল্লাহ্র বিচার। তুমি মিথ্যা তোহমাত দিয়ে সত্যবাদীদের যেভাবে অপদস্থ করেছ, আল্লাহ্ রাব্বুল আলামীন এটা সহ্য করেননি, তোমাকে দালালীর খেতাব দিয়ে, দালালীর মালা পড়িয়েই অপদস্থ করবেন।
তোমার সন্তান, তোমার ঘরের মানুষ যখন তোমাকেই জাতীয় দালাল, শাপলার খলনায়ক, রক্তচোষা, লাশ বিক্রিকারী, তাগুতের পা চাঁটা দালাল, মুভের দালাল, কওমী অঙ্গনের বিষফোঁড়া, নীতি আদর্শ বিসর্জনের জীবন্ত আকাবীর, একটি আসনের জন্য নীতি বিসর্জনকারী বেঈমান মোনাফেক বলে তখন কেমন লাগে বুঝার বিষয়।
বুঝার বিষয়রে পাগলা,
আল্লাহ্ একজন আছেন, মনে রাইখো...!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: