উপেন্দ্রকিশোর রায়চৌধুরী র ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Upendra kishore roychowdhury | বাংলা
Автор: Ami Avijit Bolchi
Загружено: 2023-08-22
Просмотров: 2504
Описание:
ছোটবেলা কেটে গেছে কিন্তু টুনটুনির গল্প পড়েনি, বাংলা ভাষাভাষীদের মধ্যে এমন কাউকে পাওয়া দুষ্কর। যদিও বা পাওয়া যায়, তাহলে তার শৈশবটি যে এক অমূল্য রস আস্বাদন করা থেকে বঞ্চিত ছিল, সেটা আন্দাজ করে নেয়াই যায়। ছোটবেলায় বাবা-মায়ের কাছে গল্প শুনতে গেলে কখনো না কখনো টুনটুনির গল্প আমরা শুনে থাকবোই। ছোটদের কাছে জনপ্রিয় এই গল্পটির রচয়িতা হচ্ছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
তার আরও পরিচয় আছে। তিনি বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের বাবা এবং চলচ্চিত্রের দিকপাল সত্যজিৎ রায়ের পিতামহ। এই দুই পরিচয় না দিলেও সবাই এক নামে উপেন্দ্রকিশোর রায়কে চিনবে। আমাদের ছোটবেলা এবং ছোটবেলার গল্পের রাজ্যে প্রবেশ শুরুই হয় তার হাত ধরে। এত বছর হয়ে গেলেও তার রচনা করা গল্পগুলোতে এতটুকু মরিচা পড়েনি।
উপেন্দ্রকিশোর রায়ের নাম শুনলেই আমাদের টুনটুনির গল্পের কথা মনে পড়ে আর মনে হয় তিনি সুকুমার রায়ের বাবা। কারণ সুকুমার রায়ের জীবনের গল্পে উপেন্দ্রকিশোর রায়ের নাম চলে আসে। কিন্তু তিনি যে একজন বিজ্ঞানীও ছিলেন এটা কয়জন জানে? তিনি যে একজন বেহালা শিল্পী ছিলেন, একজন চমৎকার চিত্রশিল্পী ছিলেন, একজন রম্যগল্প রচয়িতা ছিলেন- এসব কয়জন জানে? আজকে আমরা যে সুকুমার রায় এবং সত্যজিৎ রায়কে চিনি তাদের গড়ে তোলার মূলে যে উপেন্দ্রকিশোর রায়ের সরাসরি প্রভাব ছিল সেটা কয়জন জানি? আজকের লেখায় আমরা অন্যরকম উপেন্দ্রকিশোর রায়ের সাথে পরিচিত হবো যিনি কি না নিজের গুণে এবং জ্ঞানে নিজেই উজ্জ্বল ছিলেন১৮৬৩ সালে জন্ম উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর (তিনি ‘চৌধুরী’ শব্দটি ব্যবহার করতে চাইতেন না। এই শব্দের ভিতরে নাকি জমিদার জমিদার ভাব লুকিয়ে আছে। তিনি নিজে ইউ. রায় হিসেবেই বেশি পরিচিত ছিলেন)। সত্যজিৎ রায় তার দাদুকে অন্য সবার থেকে আলাদা বলে অভিহিত করেছেন। উপেন্দ্রকিশোর রায়ই প্রথম যিনি তার পরিবারে পড়ালেখা, গবেষণা, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদির উন্মেষ ঘটিয়েছিলেন।
তিনি ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। তখনকার পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) ময়মনসিংহ জিলা স্কুলে পড়ার সময় তিনি এই সংগঠনের সদস্য হয়েছিলেন। তার আর ভাইবোনদের মধ্যে তিনিই ছিলেন আধুনিকমনা। পড়াশোনার বাইরে ছোটবেলা থেকেই গান এবং আঁকাআঁকির প্রতি তার অন্যরকম আকর্ষণ ছিল, আঁকতেনও ভালো। ময়মনসিংহে থাকাকালীন বাংলার তৎকালীন গভর্নর একবার সেই স্কুল পরিদর্শনে আসেন। সেখানে গিয়ে একটি ছেলের দিকে তার নজর যায় যে কি না একমনে কী যেন আঁকছিল। তিনি সেই ছেলের কাছে গেলেন এবং দেখতে পেলেন তার নিজের ছবি আঁকা হয়েছে। স্কুলের অন্য সবাই ব্যাপারটিতে ভয় পেলেও গভর্নর মোটেও এতে ক্ষুব্ধ হননি, বরং তিনি সেই ছেলেটিকে বলেছিলেন সে যেন তার এই গুণকে হারিয়ে যেতে না দেয়। ছেলেটি তার কথা শুনেছে, সে সারাজীবন তার এই গুণটি ধরে রেখেছিল। সেই ছোট্ট ছেলেটি ছিল উপেন্দ্রকিশোর রায়।
#viralvideo
#biography
#upendrakishoreroychowdhury
#bengalipersonality
#jiboni
#bangla
#bengaliliterature
#abpananda
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: