তাফসীরে ইবনে কাছীর ১১তম খন্ড রিভিউ।। কোরআন বিশুদ্ধ তাফসীর কিতাব ।। দাম। সূচিপত্র ।। ইসলামী ফাউন্ডেশন
Автор: ইসলামিক বণিক ডট কম
Загружено: 2023-12-31
Просмотров: 538
Описание:
তাফসীরে ইবনে কাছীর ১১তম খন্ড রিভিউ।। কোরআন বিশুদ্ধ তাফসীর কিতাব ।। দাম। সূচিপত্র ।। ইসলামী ফাউন্ডেশন
তাফসীরে ইবনে কাছীর কিনতে চাইলে
whatsapp- 01719301827
facebook.com/বই-পাঠ-101274938668661
কেউ বই কিনতে চাইলে
বই পাঠ facebook.com/বই-পাঠ-101274938668661
মেসেজ করতে পারেন।
বই কেনার জন্য আপনাকে বইয়ের মুল্য এবং কুরিয়ার ফি প্রদান করতে হবে। সেই আপনার সেবা প্রদানের জন্য রিকসা ভাড়া কুরিয়ারে যাওয়া আসার জন্য মোট 50 টাকা অতিরিক্ত ফি প্রদান করতে হবে। যদি খুব প্রয়োজন হয় তবে মেসেজ করুন।
বইয়ের তালিকা নাম পাঠান
বইগুলো থাকলে আমরা যোগাযোগ করবো।
ফোন করার প্রয়োজন নাই।
সংক্ষিপ্ত জীবনী
ইবনে কাসীর কবে জন্ম গ্রহণ করেছেন তা নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়। [৪] এটা হয় ৭০০ হিজরী নতুবা ৭০১ হিজরী যখন ইবনে কাসীর দামেস্কের [৫] পূর্বে বসরা নামক স্থানে জন্মগ্রহণ করেন। ৭০৬ হিজরীতে ইবনে কাসীর দামেস্কে যান তাঁর বড় ভাই আবদুল ওয়াহাব এর সাথে, যিনি তাঁকে তাঁর বাবার মৃত্যুর পর লালন-পালন করেন, শিক্ষা দান করেন।
IIRT Arabic Intensive
বুরহান আদ্-দ্বীন, ইব্রাহিম বিন আবদুর রহমান আল ফিরাজী এবং কামাল উদ্দিন ইবনে কাজী সাহবা এর কাছে ইবনে কাসীর ফিক্হ অধ্যায়ন করেন। তখনকার দিনের রীতি ছিল যদি কেউ কোন নির্দিষ্ট ফিকহী মাযহাবে বিশেষজ্ঞ হতে চাইত, তাঁকে ঐ নির্দিষ্ট মাযহাবের একটি ফিকহের বই মুখস্ত করতে হতো। ৭১৮ হিজরীতে ইবনে কাসীর আবু ইসহাক সিরাজী লিখিত আত তামবীহ ফী ফুরুইস শাফীয়াহ মুখস্ত করেন। [৬] তিনি ইবনে হাজীব মালেকী [৭] লিখিত মুখতাসার [৮] নামক গ্রন্থও মুখস্ত করেন।
ইবনে আল হাজ্জার [৯] এবং তাঁর সম শ্রেণীর মুহাদ্দিসদের কাছে ইবনে কাসীর হাদীস শিখেন। ইবনে কাসীরের শিক্ষকদের তালিকা অনেক দীর্ঘ। ইবনে কাসীর ইবনে তাইমিয়ার খুব ঘনিষ্ট ছিলেন। তাঁর অনেক শিক্ষকদের মধ্যে যাদের থেকে তিনি অনেক শিখেছেন তারা হলেন মুহাদ্দিস জামাল আদ-দীন, ইউসুফ আজ-জাকি আল-মিজ্জি। পরে ইবনে কাসীর তাঁর মেয়েকে বিয়ে করেন।
লিখনী
যে কাজ দু’টোর জন্য ইবনে কাসীর সর্বাধিক পরিচিত, এমনকি জ্ঞান অন্বেষণের পথে যারা মাত্র যাত্রা শুরু করেছে তারাও তাঁকে চিনে তা হলো, তাঁর তাফসীর যা তাফসীরে ইবনে কাসীর নামে পরিচিত এবং তাঁর ইতিহাস বিষয়ক গ্রন্থ আল-বিদায়াহ। এছাড়াও, জ্ঞানের বিভিন্ন শাখায় ইবনে কাসীর গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে এমনকি কাব্যও আছে। তাঁর কিছু উল্লেখযোগ্য রচনার বিবরণ নিছে দেয়া হল।
০১। তাফসীর আল-কোরআন আল-আজীম : কোরআন আল-কারীম এর তাফসীর।
০২। আল-বিদায়াহ ওয়ান নিহায়া : এই ইতিহাস বিষয়ক গ্রন্থে মহা বিশ্বের সৃষ্টির শুরু থেকে বিশ্বের শেষ, এমনকি এসকেটলজি পর্যন্ত আলোচনা করা হয়েছে। গ্রন্থটি ১৪ খন্ডে মুদ্রিত হয়েছে।
০৩। আত্ তাকমিলাহ ফী মা’রিফা তিস সিফাত ওয়াযযুয়া’ফায়ে ওয়াল মুজাহিল : এটি জারাহ ও তাদিল বিষয়ক গ্রন্থ।
০৪। জামি’ আল-মুসনাদ : বিভিন্ন হাদীস গ্রন্থ থেকে নেয়া হাদীসের একটি সংকলন। তিনি প্রত্যেকটি অধ্যায়কে ফিকহ্ এর বিষয়াবলী অনুযায়ী বিন্যস্ত করেছেন।
০৫। মুখতাসার উলুম আল-হাদীস : এটি হচ্ছে আবু আমর বিন আস-সালাহ লিখিত উলূম আল-হাদীস এর একটি সংক্ষিপ্ত ভার্সন।
০৬। আস-সীরাহ আন-নববীয়্যাহ :আল্লাহ্র রাসূল মুহাম্মদ ﷺ এর জীবনী।
০৭। শারহ্ সহীহ আল-বুখারী : বুখারীর ব্যাখ্যাগ্রন্থ। তিনি এটি শেষ করে যেতে পারেননি।
০৮। তাবাকাত আশ্-শাফিয়াহ : শাফী’ঈ মাযহাব এর ফাক্বীহদের সম্পর্কে।
০৯। মুসনাদুস্ শাইখাইন : আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) এবং ঊমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত বর্ণনাগুলো এই গ্রন্থে সংকলিত হয়েছে।
১০। রিসালাত আল্-ইজতিহাদ্ ফী তালাবী আল-জিহাদ : খ্রীষ্টানরা যখন ‘আয়াস’ দূর্গ অবরোধ করে তখন এই গ্রন্থটি আমীরের উদ্দেশ্যে লিপিবদ্ধ করেছিলেন।
তাফসীরে ইবনে কাছীর ১ম খন্ড রিভিউ।। কোরআন বিশুদ্ধ তাফসীর কিতাব ।। দাম। সূচিপত্র ।। ইসলামী ফাউন্ডেশন।
তাফসীরে ইবনে কাসীর ১ম,
তাফসীরে ইবনে কাসীর,
তাফসীরে ইবনে কাসীর বাংলা,
তাফসীরে ইবনে কাসীর কত খন্ড
তাফসীরে ইবনে কাসীর বাংলা,
তাফসীরে ইবনে কাসীর কত খন্ড,
ইবনে কাসীর,
তাফসীর ইবনে কাসীর,
quran tafsir yasir qadhi
তাফসীর ইবনে কাসীর দাম,
তাফসীরে ইবনে কাসীর,
তাফসীর ইবনে কাসীর
তাফসীরে ইবনে কাসীর এর মূল্য কত?
সবচেয়ে ভালো তাফসির কোনটি
কে সর্বপ্রথম সনদসহ কুরআনের তাফসীর লিখেছেন?
তাফসীর ইবনে কাসীর এর মূল্য
তাফসীর ইবনে কাসীর সব খন্ড
tasfir ibne kathir,tafseer ibne karthir,tafseer in urdu,tafseer sura fateha,muqadma tafseer ibne kaseer urdu,kathir,1 sura fateha -tafseer ibne kaseer (urdu),quran in urdu,quran,allah,hadith,muhammad
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: