News-জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন এসে তৃণমূলের কড়া সমালোচনা বিরোধী দলনেতার @NONSTOPEXPRESSTV
Автор: NON STOP EXPRESS TV
Загружено: 2023-11-20
Просмотров: 117
Описание:
আজকের ছট পূজোর পাশাপাশি শুরু হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জগদ্ধার্থী পুজো। এদিন দুর্গাপুরের কোক-ওভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্বপ্ন উড়ান সংস্থার , চতুর্থ বছরের জগদ্ধার্থী পুজোর উদ্বোধন করলেন , নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন। তিনি এদিন বলেন, মন্ত্রী, সান্ত্রী আর তৃণমূল নেতাদের দুর্নীতির ভাগ পৌছাতো মুখ্যমন্ত্রীর কাছে । আর সেই কারণে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূত দেখাতে শুরু করেছেন। রাজ্যের গোটা মন্ত্রী সভাটাই দূর্নীতির দায়ে , হয় জেলের মধ্যে, নয় হয় জেল যাওয়ার পথে। আর ভয়ে এখন মরছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের করা মন্তব্য , ডিসেম্বর মাসে ই.ডি.- সি.বি.আই. পৌঁছবে মুখ্যমন্ত্রীর দুয়ারে। এই প্রশ্নের উত্তর রাজ্যের বিরোধী দল নেতা বলেন , নিশ্চিয় দিলীপ বাবুর কাছে তথ্য আছে, তাই তিনি বলেছেন । এককথায় দিলীপ ঘোষের মন্তব্যকে অনেকটাই সমর্থন করলেন রাজ্যের বিরোধী দল নেতা। এছাড়াও এদিন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর তোলা ইন্ডিয়া ক্রিকেট দলের খেলোয়াড়দের গেরুয়া রঙের পোশাকের বিতর্কের উত্তরে বলেন, ত্যাগিরা গেরুয়া বসন পড়ে, আর ভোগীরা মানুষের পাশে দাঁড়ায় না । সেই কারণে তৃণমূল আর মুখ্যমন্ত্রী এই বিতর্কিত মন্তব্য করছেন। এদিনের জগদ্ধাত্রী পুজোর উদ্ধোধনী অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন,দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতা, কর্মী, সমর্থকেরা ও বিশিষ্ট ব্যাক্তিরা।
@NONSTOPEXPRESSTV
#banglanews #nonstopexpress #nonstopexpresstv #nonstopnews #news24 #abpnews #zeenews #topnews #currentnews #news #newstoday #republicbangla #cnnews #news18
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: