র/ক্ত পানি করে দেশ স্বাধীন করলাম কিন্ত আমরাই এখন ভাত পাইনা | কোন নেতাই ভালোনা | Kotha Choluk
Автор: Kotha Choluk
Загружено: 2025-12-03
Просмотров: 46
Описание:
রক্ত পানি করে দেশ স্বাধীন করলাম কিন্তু আমরাই এখন ভাত পাইনা | কোন নেতাই ভালোনা - এক হাহাকারের নাম!
এই ভিডিওটি আপনাকে থমকে যেতে বাধ্য করবে। ভিডিওতে আপনারা দেখবেন এক বীর মুক্তিযোদ্ধার বা দেশের জন্য জীবন বাজি রাখা এক সংগ্রামী মানুষের বুক ফাটা আর্তনাদ, যা শুনে চোখের পানি ধরে রাখা কঠিন। শিরোনামটি কেবল একটি বাক্য নয়, এটি স্বাধীন বাংলাদেশের এক নির্মম পরিহাসের প্রতিচ্ছবি।
💔 স্বাধীনতার স্বপ্ন বনাম পেটের ক্ষুধা
ভিডিওর বক্তা দাবি করেছেন, ১৯৭১ সালে বা দেশের ক্রান্তিলগ্নে তিনি নিজের জীবন তুচ্ছ করে, শরীরের রক্ত পানি করে দেশ স্বাধীন করার লড়াইয়ে নেমেছিলেন। স্বপ্ন দেখেছিলেন একটি সুখী-সমৃদ্ধ দেশের, যেখানে কেউ না খেয়ে থাকবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ সেই স্বাধীন দেশে, নিজের হাতে গড়া জমিনে তাকেই দুবেলা ভাতের জন্য সংগ্রাম করতে হচ্ছে। তিনি ক্ষোভের সাথে জানিয়েছেন, দেশ স্বাধীন হলেও তাদের মতো সাধারণ মানুষের বা প্রকৃত দেশপ্রেমিকদের ভাগ্য স্বাধীন হয়নি। তাদের কপালে জুটেছে কেবল অবহেলা আর বঞ্চনা।
😡 "কোন নেতাই ভালোনা" - কেন এই চরম ক্ষোভ?
ভিডিওর সবচেয়ে শক্তিশালী এবং চিন্তার উদ্রেককারী অংশ হলো রাজনৈতিক নেতাদের প্রতি তাঁর চরম অনাস্থা। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, "কোন নেতাই ভালোনা"। এই উক্তিটি কোনো ব্যক্তিগত আক্রোষ থেকে নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা থেকে উঠে এসেছে। তিনি দেখেছেন কীভাবে নেতারা ক্ষমতার মসনদে বসে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন, গাড়ি-বাড়ির মালিক হয়েছেন, অথচ যারা দেশকে স্বাধীন করতে রক্ত দিল, তাদের খবর কেউ রাখেনি। তার মতে, সব দলই ক্ষমতায় এসে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, জনগণের কথা বা গরিবের পেটের ক্ষুধার কথা কেউ ভাবে না। এই বক্তব্য দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির গালে এক চপেটাঘাত।
🇧🇩 আমাদের বিবেকের কাছে প্রশ্ন
এই ভিডিওটি কেবল একজন ব্যক্তির অভিযোগ নয়, এটি আমাদের সমাজের বিবেকের কাছে একটি বড় প্রশ্ন। আমরা কি সত্যিই আমাদের বীর সন্তানদের বা দেশের সাধারণ নাগরিকদের যথাযথ সম্মান দিতে পেরেছি? নাকি রাজনীতি আর ক্ষমতার ভিড়ে হারিয়ে গেছে মানবতার মূল সুর?
ভিডিওটি দেখুন এবং অনুভব করুন একজন অসহায় মানুষের যন্ত্রণা। তার এই ক্ষোভ কি অযৌক্তিক? নাকি এটিই আজকের বাংলাদেশের রূঢ় বাস্তবতা?
ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন, যাতে এই আর্তনাদ নীতিনির্ধারকদের কানে পৌঁছায়।
#মুক্তিযোদ্ধা #বঞ্চনা #রাজনীতি #ভাত_পাইনা #দেশ_স্বাধীন #হতাশা #বাংলাদেশ #ভাইরাল_ভিডিও #SocialIssue #BangladeshPolitics
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: