“শিক্ষক থেকে সফল কৃষক— বাবুগঞ্জে অধ্যাপক মোস্তফা কামালের পেঁপে বাগানের সাফল্য”
Автор: BN TV News- বিএন টিভি নিউজ
Загружено: 2025-09-17
Просмотров: 802
Описание: বাবুগঞ্জ ডিগ্রী কলেজে শিক্ষকতার পাশাপাশি কৃষিতেও নাম করছেন অধ্যাপক মোস্তফা কামাল। মাত্র ১০ পেঁপে গাছ দিয়ে শুরু করে তিন বছরে তিনি তৈরি করেছেন এক বিশাল পেঁপে বাগান।” “চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের বাড়ীর পাশের এই ৫০০ গাছের বাগান থেকে এ বছর ব্যাপক ফলন ধরেছে। একটি গাছ থেকে পর্যায়ক্রমে ৩ থেকে ৫ মন পর্যন্ত পেঁপে বিক্রি করা সম্ভব।”“উঁচু জমিতে পেঁপে চাষ একটি লাভজনক ফসল। ঠিকমতো পরিচর্যা করলে একটি গাছ থেকে ৫-৮ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব। মোস্তফা কামাল তার অভিজ্ঞতা নিয়ে এলাকার যুবকদের ফ্রী পরামর্শ দেন এবং তারা সফলও হয়েছেন।”“মোস্তফা কামালের ঘেরে শুধু পেঁপে নয়, রয়েছে মাছ ও সবজি। শিক্ষার পাশাপাশি কৃষিতেও উদ্ভাবনী কার্যক্রম চালাচ্ছেন তিনি।” আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, বলেণ-: “পেঁপে একটি লাভজনক ফসল। বাবুগঞ্জে এবার প্রচুর পেঁপে চাষ হয়েছে। কিছু সফল চাষী যেমন মোস্তফা কামাল, তারা অন্যদের জন্য অনুপ্রেরণা।” “বেকার বসে না থেকে অবসর সময়ে পেঁপে চাষ করে লাভবান হওয়া সম্ভব। মোস্তফা কামালের মতো উদ্ভাবনী উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: