#Neelkamalbarman
Автор: Homeo Harddisk
Загружено: 2020-03-27
Просмотров: 5372
Описание:
গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারী ঢাকার সাভারের ধ্যান কনফারেন্স সেন্টারে ওয়েলফেয়ার হোমিওপ্যাথি একাডেমী আয়োজিত একটি আন্তর্জাতিক মেডিকেল সেমিনার অনুষ্ঠিত হয়, যাতে কলকাতার ৩ জন প্রতিথযশা হোমিওপ্যাথি ডাক্তার ও বিভিন্ন হোমিওপ্যাথি বইয়ের লেখক ডা. নীলকমল বর্মন, ডা. প্রকাশ মল্লিক ও ডা. কুনাল ভট্টাচার্য্য আলোচক হিসেবে তাদের জ্ঞানগর্ভ আলোচনাগুলো তুলে ধরেন।
ডা. নীলকমল বর্মন আধুনিক বিজ্ঞানের আলোকে মায়াজমের বিশ্লেষণ শিরোনামে চমৎকার গবেষণাধর্মী ও বহুল তথ্যসমৃদ্ধ আলোচনা করেন। তিনি মায়াজম সম্পর্কিত বিস্তারিত আলোচনা শেষে ডেলিগেটদের বেশকিছু প্রশ্নের জবাব দেন। প্রশ্নোত্তরের বদৌলতে অনেক প্রয়োজনীয় কথা উঠে আসে যা সচরাচর জানা যায়না। মায়াজমকে জানার জন্য তিনি পরম স্রষ্টার সাধনা তথা প্রতিদিন কিছু সময় ধ্যানমগ্ন হওয়ার কথা বলেন। স্রষ্টার সহযোগিতা ব্যতিত মায়াজমের স্বরুপ উদঘাটন ও হোমিওপ্যাথিকে জানা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। চিকিৎসার পাশাপাশি ডাক্তার হিসেবে তিনি রোগীর লাইফ-স্টাইল সম্পর্কে সচেতন থাকার জন্য রোগীকে পরামর্শ দেয়ার কথা বলেন। রোগীর মানসিক কিছু লক্ষণ দেখে সহজে প্রেসক্রিপশন করার কিছু রেমিডি নিয়ে আলোচনা করেন।
এককথায় মায়াজমের সহজ ও বোধগম্য উপস্থাপন জানা যায়, তার এই আলোচনা থেকে। বিভিন্ন রোগে মায়াজমেটিক প্রতিবন্ধকতা দূর করতে স্পেসিফিক কোন ওষুধ ভাল কাজ করে সেটিও তুলে ধরেন।
হোমিও হার্ডডিস্ক ইউটিউব চ্যানেল আপনাদের সামনে ডা. নীলকমল বর্মনের আলোচনার সবটুকুই পর্বাকারে উপস্থাপন করছে। এটি হচ্ছে ৩য় ও শেষ পর্ব। আশা করি এই আলোচনা আপনাদের মায়াজম সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরী করবে এবং রোগী চিকিৎসায় বেশ কাজে দেবে। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডা. নীলকমল স্যারের ভিডিওগুলো ছাড়াও অন্যান্য আলোচকদের ভিডিও দেখার সুযোগ গ্রহণ করবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: