Hobe Na Dekha(হবে না দেখা)/Dhumketu/Harmonium Notation/Ishan/
Автор: sing with Rai
Загружено: 2025-08-26
Просмотров: 188
Описание:
lyrics of song:
Song : Hobe Na Dekha
Film : Dhumketu
Singer : Ishan Mitra
Composer and Lyricist : Anupam Roy
তুমি যে সেদিন গান শোনালে আমায়
আর কি কখনো শোনাবে?
মনে হয়েছিল চিরদিনের সেই গান
ভাবিনি দু’দিনে ফুরিয়ে যাবে,
ভাবিনি দু’দিনে ফুরিয়ে যাবে।
এ বুকে আগুন ছিল, আঙুলে আঙুল
দেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল,
সবকিছু মনে পড়ে যায় আজ
সবকিছু মনে পড়ে যায়।
ওই কাঁধে মাথা রেখে দু’চোখ বুজে
আমাদের কেউ আর পেলনা খুঁজে,
সবকিছু মনে পড়ে যায় আজ
সবকিছু মনে পড়ে যায়।
আর কোনোদিনও হবে না দেখা
আর কোনোদিনও হবে না।
এখনও তোমার চোখ আমাকে কাঁদায়
এখানে পথের শেষ এখানে বিদায়,
বোলো না.. বোলো না..
মনে পড়ে নদী জলে, পা ডুবিয়ে কত
হেঁটে গেছি ভুলে গিয়ে অভিমান যত,
সব থেমে গেলে পরে শুধু নীরবতা
মনে হয় সবই গত জন্মের কথা।
আর কোনোদিনও হবে না দেখা
আর কোনোদিনও হবে না।
এখনও তোমার চোখ আমাকে কাঁদায়
এখানে পথের শেষ এখানে বিদায়,
বোলো না.. বোলো না..
#harmoniumtutorial
#music
#howtoplayharmonium
#raitutorial
#bengaliadhunik
#tollywoodsongs
#dhumketu
#singwithrai
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: