Dukher e onole ( দুখের ই অনলে)
Автор: Anandanagar-আনন্দনগর (saif rhmn asif)
Загружено: 2024-02-09
Просмотров: 8842
Описание:
Project- 360
পর্ব- ০৭
দুখের ই অনলে প্রান
জ্বলিছে আমার চিরদিন
আমি আর কত দিন জানি
এই অবলারও প্রানি
এ জ্বলনে জ্বলবে ও হে দয়েশ্বর
দাসি মলে ক্ষতি নাই
যাই হে মরে যাই
দয়াল নামের দোষ রবে হে গোঁসাই
আমায় দাও হে দুঃখ যদি
তবু তোমায় সাধি
তোমা বিনে দোহাই আর দিব কার
ও মেঘ হইলো উদয়
লুকালে কোথায় পিপাসির প্রান যায় পিপাসায়
আমার কি দোষের ফলে
এই দশা ঘটাইলে
তুমি চাও হে নাথ ফিরে এখন চাও হে একবার
আমি উড়ি হাওয়ার সাথ
ডুরি তোমার হাত
তুমি না তরাইলে তরাবে হে নাথ
আমার ক্ষম অপরাধ
দাও হে শীতল পদ
লালন বলে প্রানে সহে না আমার।
পদকর্তা :ফকির লালন সাঁইজি
কন্ঠ ও সরদ :সাইফ রহমান আসিফ
মিক্স মাস্টার : রিজভি
সাউন্ড প্রডাকশন : স্টুডিও ঘুরি
সম্পূর্ণ জীবন্ত শব্দ ধারন করা।
ফকির লালন সাইজির ভাব বাণি মূলত মানুষের মন তত্ব থেকে শুরু করে দেহ তত্ব, সৃষ্টি তত্ব, আদী তত্ব,নবী তত্ত্ব, দর্শন তত্ত্ব, গুরু তত্ত্ব ভিত্তিক।
এ মহান বাণী গুলো শুনে বুঝে উপলব্ধি করার মাঝেই স্বার্থকতা।
সাইজীর ভাব শুনে কানে প্রশান্তি হলে মনে প্রশান্তি হয়।
মনে প্রশান্তি হলে আত্ম উপলব্ধি হয়।
এ গান গুলো সে আঙ্গিকে সবার জন্য।
শুনুন,,,,,প্রশান্তি নিন,,,,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: