পরমপূজ্যপাদ অবিন দাদা'র সুরে তিনটি অপূর্ব গান//সুশোভন ভট্টাচার্য্যের কণ্ঠে ▶️💕
Автор: MAN MONEY MUSIC
Загружено: 2023-12-31
Просмотров: 17997
Описание:
পরমপূজ্যপাদ অবিন দাদা'র সুরে তিনটি অপূর্ব গান//সুশোভন ভট্টাচার্য্যের কণ্ঠে
00:00 Tumi jemon kore chalate chao
03:51 Bujhina kemon tumi
10:37 Ora ja bole boluk
তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না
মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা।।
তােমার কাছে পেয়ে পেয়ে কাটে আমার বেলা
কিছুই তাে হায় হয়না করা শুধুই অবহেলা।।
তােমার চিন্তা কেমন করে রাখবে আমায় উর্দ্ধে ধরে
আমি তাে হায় তেমন করে চলতে পারি না।।
তােমার মনের মত করে দয়াল আমায় নাও গড়ে
চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়া হওয়ার খেলা।।
বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়
চলা-বলা-হাসি-খেলা,কিছুই মোদের মতো নয়(২)
আমি হাসি , তুমিও হাসো
তুমি কাঁদো , আমিও কাঁদি।(২)
সবার পূরণ করেই চলো (২),আমি শুধু মায়াই বাঁধি ।
বুঝিনা কেমন তুমি, কি তোমার পরিচয়
চলা-বলা-হাসি-খেলা,কিছুই মনের মতো নয়
নিত্য আমাই জড়িয়ে রাখে অনেক দুঃখ-বেদন-ভয়(২)
ও দয়াল দূর করো তা,সেটাই তোমার পরিচয়।(২)
আমি হাসি কথার শোকে,তুমি বলো জীবন দিতে।(২)
বদ্ধ জীবন সত্য আমার(২) নাইকো তোমার লজ্জা-ভয়।
প্রাণের ঠাকুর তাও জানি না সেটাই তোমার পরিচয়।।।।
লোকের কথায় কান দিলে তো চলবে না
ওরা যা বলে বলুক ওরা যা করে করুক
তোমার পথে চলন আমার টলবে না ।।
চলিব অবিরত বাধা তার আসুক শত
প্রলোভন আসুক যত হিয়া তায় হেলবে না ।।
চাহিয়া তোমায় সদাই তোমারই তরে
ছুটিয়া চলি দয়াল ঘরে ঘরে
না গেলে তাহার পানে চরণ তো তা মানবে না।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: