২০২০ এ শীর্ষ সামরিক শক্তিধর ১০ টি দেশের তালিকা || Top 10 military powerful country || MRM World
Автор: MRM World
Загружено: 2020-02-27
Просмотров: 128046
Описание:
আমরা কেউ ই যুদ্ধ দাঙ্গা পছন্দ করিনা। কিন্তু কোনো একটি রাষ্ট্রের সুরক্ষার জন্য সেই রাষ্ট্রের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে হয়। রাষ্ট্রকে বহিঃশক্তির হুমকি থেকে নিরাপদে রাখতে পারে একমাত্র এই সামরিক বাহিনীরাই। এমনকি দেশের অভ্যন্তরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতেও সামরীক বাহিনীর জুড়ি মেলা ভার। তাই কোনো রাষ্ট্রের শক্তি বিচার করতে হলে সেই দেশের সামরিক বাহিনীর কথা সবার প্রথমে চলে আসে।
তাই MRM World এর আজকের এপিসোর্ডে বিশ্বের শীর্ষ ১০টি সামরিক শক্তিধর দেশ সম্পর্কে জানাবো। এর জন্য আমরা Global Firepower নামক একটি সংস্থার সাহায্য নেবো। যেই সংস্থাটি বিশ্বের প্রত্যেকটি দেশের আকার, সামরীক বাহিনীর তথ্য, সামরিক খাতে বাজেটের অংক, সেনাসদস্য ও যুদ্ধের সরঞ্জামের সংখ্যা ইত্যাদি তথ্যের ভিত্তিতে প্রতি বছর একটি করে তালিকা প্রকাশ করে। তাহলে চলুন এবারের তালিকাটি যেনে নেয়া যাক।
📍📍📍
Subscribe Link:
https://www.youtube.com/c/mrmworldbd?...
#Top_military_power
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: