আশুরা শিয়াদের অনুষ্ঠান নয়, আল্লাহ্র অভিষেকের অনুষ্টান।- সূফী সম্রাট দেওয়ানবাগী
Автор: Dewanbag Sharif
Загружено: 2025-06-30
Просмотров: 565
Описание:
আশুরা শিয়াদের অনুষ্ঠান নয়, আল্লাহ্র অভিষেকের অনুষ্ঠান।
-সূফী সম্রাট দেওয়ানবাগী
সকল মাসের চেয়ে অধিকতর সম্মানিত মাস হয়েছে মহররম মাস। এর মূল কারণ মহান রাব্বুল আলামীন এই মহরম মাসের ১০ তারিখে কুল কায়নাত সৃষ্টি করার পরে সমগ্র সৃষ্টির মাঝে তিনি প্রভু হিসাবে, প্রতিপালক হিসেবে, তার অভিষেক অনুষ্ঠান উদযাপিত হয়েছিল। তিনি আরশে সমাসীন লাভ সৃষ্টিকে জিজ্ঞেস করেছিলেন, সমস্ত আত্মা সমূহকে প্রশ্ন করেছিলেন, 'আলাসতুবি রাব্বিকুম', আমি কি তোমাদের প্রভু নহি? সমস্ত আত্মা সমসুরে বলেছিলেন, 'কালুবালা', নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আল্লাহর অভিষেকের অনুষ্ঠান ছিল ১০ই মহরম। সেই হিসাবে বৎসরের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস আশুরার মাস। আষাড় থেকে আশুরা। আশুরা শব্দের অর্থ হলো ১০ মহররমের ১০ তারিখে। যেহেতু ১০ই মহররম আল্লাহর অভিষেকের অনুষ্ঠান উদযাপিত হয়েছিল, সেহেতু এই দিনের বরকতে যুগে যুগে প্রেরিত যত মহামানব আগমন করেছিলেন, যাদের বিভিন্ন সমস্যা, বিপদ আপদ বালা মুসিবত ছিল প্রত্যেকেই ১০ই মহরম আল্লাহ দয়া করে ক্ষমা করে দিয়েছেন, বিপদ থেকে মুক্ত করেছেন।
সম্মানিত আশেকে রাসূলেরা সেই পথ সুফি সাধকগণ তাদের অনুসরণ অনুকরণ করে সুফি সাধকগণ নিয়মিত সারা বিশ্বজুড়ে ১০ই মহররম আশুরা উদযাপন করে থাকেন। উদ্দেশ্য এই দিন উদযাপন করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হলে আমাদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে আমরা সক্ষম হব। সম্মানিত আশেকে রাসূলেরা প্রত্যেকের এলাকায় প্রত্যেকের বাড়িতে প্রত্যেক খানকা শরীফে এই অনুষ্ঠান উদযাপন করার প্রয়োজন আছে। কি বলেন? আছে না নাই? যার যার এলাকায় অনুষ্ঠান উদযাপন করবেন ছেলেমেয়ে নিয়ে, ভাই ব্রাদার নিয়ে, আত্মীয়স্বজন নিয়ে এই কারণে যে সবাই জানুক আশুরাটা কি? আপনারা যখন যার যার এলাকায় আশুরা অনুষ্ঠান উদযাপন করবেন তাহলে আপনাদের কাছ থেকে শুনে মানুষের আস্তে আস্তে ভুল ভাঙবে এবং আশুরা যে শিয়াদের অনুষ্ঠান এই চিন্তা আর কেউ করবে না। আশুরা কি শিয়াদের অনুষ্ঠান? মুসলমানরা মনে করে আশুরা শিয়াদের অনুষ্ঠান। আসলে আল্লাহ কি শিয়া? এতো আশুরা তো আল্লাহর অভিষেকের অনুষ্ঠান, সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ অনুষ্ঠান। সুতরাং এই কথাটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে না নাই? সেই লক্ষে আমি পরামর্শ দিয়েছি সারা দেশের মানুষের জানার প্রয়োজন আছে যে ইহা শিয়াদের অনুষ্ঠান নয়, আল্লাহর অভিষেকের অনুষ্ঠান।
আরো দেখুন-
• 'ইসলাম শান্তির ধর্ম' এ কথা বাস্তব জীবনে কী...
• সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসুল (সা.)-এ...
• ১২ই রবিউল আউয়াল হযরত রাসুলুল্লাহ (সা.)-এর...
• কেন ঈদে মিলাদুন্নবী (সা.) সকলের জন্য সর্বশ...
• জুমা কী? খুতবা কেন মাতৃভাষায় হওয়া প্রয়োজ...
মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ-
• মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ [দরূদ, কাসিদা...
#আশুরা #Ashura #দেওয়ানবাগীহুজুর #DewanbaghiHuzur #SufiSamratDewanbaghi #সূফীসম্রাটদেওয়ানবাগী #AshurameaninginIslam #আশুরারতাৎপর্য #আল্লাহরঅভিষেক #DewanbaghDarbar #আশুরাইসলামীদৃষ্টিকোণ #IslamicBanglavideo #মহররম১০তারিখ #আশুরাকি #আশুরাকী #ashuraki #whatisashura #dewanbagsharif #dewanbagipir #দেওয়ানবাগী #dewanbagi #sufism #significanceofashura
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: