খেতে খেতে বেদানার বীজ যদি হঠাৎ গিলে ফেলেন, কোনও ক্ষতি হয় কি তাতে?
Автор: Cikithsa
Загружено: 2024-01-29
Просмотров: 2199284
                Описание:
                    খেতে খেতে বেদানার বীজ যদি হঠাৎ গিলে ফেলেন, কোনও ক্ষতি হয় কি তাতে?
বেদানার বীজ কেন খাবেন.?
বেদানার বিচি খেলে কি হয়
বেদানার বিচির উপকারিতা
পুষ্টিবিদেরা বলছেন, বেদানার মধ্যে যে পরিমাণ ফাইবার রয়েছে, তার চেয়েও বেশি রয়েছে বেদানার বীজে। শুধু তাই নয়, এই ফলের বীজে এমন কিছু উপাদান রয়েছে, যা ক্যানসার প্রতিরোধক বলেই জানা যায়। বেদানার বীজে এক প্রকার তেলও থাকে, ত্বকের তারুণ্য এবং জেল্লা ধরে রাখতে এই বীজ বিশেষ ভাবে সাহায্য করে।
বেদানার বীজের মধ্যে কী আছে?
বেদানার মধ্যে যে পরিমাণ ফাইবার রয়েছে, তার চেয়ে অনেক বেশি ফাইবার রয়েছে তার বীজে। এ ছাড়াও রয়েছে ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম। অ্যান্টিঅক্সিড্যান্ট-এ ভরপুর এই বীজ হার্টের জন্যেও ভাল। কারণ, এই বীজের মধ্যে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট। দেহের এবং মস্তিষ্কের প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে বেদানার বীজ।
বেদানার বীজ খাওয়া কি ভাল?
খেতে ভাল না হলেও বেদানার সঙ্গে লেগে থাকা বীজ খেয়ে ফেলেন অনেকেই। পুষ্টিবিদেরা বলছেন, বেদানার বীজ চিবিয়ে খাওয়া গেলে উপকারই হবে।
রেফারেন্স :
https://www.anandabazar.com/lifestyle...
#বেদানা
#বেদানার_বীজ
#ডালিম
 #cikithsa 
#বেদানা_ফল
#বেদানার_উপকারিতা                
                
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                
Информация по загрузке: