ডিজিটাল লাকড়ির চুলা | Digital Wood Stove | অল্প লাকড়ি দিয়ে দীর্ঘ সময় রান্না করুন | Modern Technology
Автор: We Needs
Загружено: 2023-05-28
Просмотров: 8123
Описание:
বাংলাদেশ সরকারের পরিবেশ ও জ্বালানি বিষয়ক সংস্থা IDCOL অনুমোদিত এবং বুয়েট কর্তৃক পরীক্ষিত বায়ু চালিত লাকড়ির চুলা । গ্যাসের তুলনায় ৫০% এর বেশি জ্বালানি সাশ্রয়ী এই চুলাটি খুবই অল্প সময়ের মধ্যে ব্যপক প্রসারিত হয়েছে । জ্বালানি সংকট মোকাবিলায় আগামী ২০২৫-২০২৬ সাল নাগাদ এক কোটি পরিবারের কাছে পণ্যটি পৌছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ।
🔳কেন এই চুলাটি ব্যবহার করবেন?
প্রথমত এটি ব্যবহারের মাধ্যমে জ্বালানি ব্যয় কমিয়ে আর্থিকভাবে লাভবান হবেন ইনশাআল্লাহ । এছাড়া সকল গুণগত মান যাচাইয়ের পর চুলাটি বাজারজাত করা হয়েছে তাই লোকাল কোম্পানি থেকে এটির কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। আমাদের প্রত্যেকটি পণ্যের ছয় মাসের ওয়ারেন্টি সহ পণ্যের লাইফ টাইম সার্ভিসিং সুবিধা পাবেন । লোডশেডিংয়ের ঝামেলা ছাড়াই রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করে নিশ্চিন্তে চুলাটি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ।
🌼 বিঃ দ্রঃ বিভিন্ন সাইজের চুলা কাষ্টমাইজ করা হয় ।
🔳ব্যবহার বিধি:
✅চুলার মাঝখানে দেওয়া বক্সে দুই তিন টুকরো কাঠ দিয়ে ভালোভাবে আগুন জ্বালিয়ে নিন । কোনো ভাবেই বক্সে বেশি পরিমাণ কাঠ দিবেন না । এতে আগুন ঠিকঠাক মতো জ্বলবে না বরং ধোয়াবে ।
✅অতঃপর চুলাই ব্যবহৃত ফ্যানটি চালু করে দিন। ফ্যানের উপরে দেওয়া ঢাকনাটি খুলে রাখুন । আগুন কমাতে চাইলে ঢাকনাটি দিয়ে ফ্যানের কিছু অংশ ঢেকে নিন ।
✅কাঠ দেওয়ার প্রয়োজন হলে পাতিলের নিচে দিয়ে দুই এক টুকরো কাঠ দিন ।
✅চুলার ফ্যান ১২ ভোল্টের রিচার্জেবল পেন্সিল ব্যাটারি, সোলার অথবা বিদ্যুতের মাধ্যমে সহজেই ব্যবহার করতে পারবেন ।
যোগাযোগ করুন ০১৯৫০১৪৬২২৯ হোয়াটসাপ /ইমু ।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: