শেরেবাংলা নগর থানা ভবনের ওপর ছাদকৃষি | পর্ব ১৮৪ | Shykh Seraj | Channel i |
Автор: Shykh Seraj
Загружено: 2021-05-29
Просмотров: 50760
Описание:
শেরেবাংলা নগর থানা ভবনের ওপর ছাদকৃষি
সম্পূর্ণ অনুষ্ঠান- • শেরেবাংলা নগর থানা ভবনের ওপর ছাদকৃষি | পর্...
================================
গত কয়েক বছরের ছাদকৃষি অনুষ্ঠানের ভেতর বেশ কয়েকটি সরকারি ভবনের ছাদে আমাদের যাওয়া হয়েছে। নগরের কেন্দ্রস্থলের সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশ দপ্তরের ছাদে রয়েছে দৃষ্টিনন্তন ছাদকৃষি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পুরোনো সরকারি ভবনের বিস্তীর্ণ ছাদে কৃষি আয়োজন করেছিলেন জেলা প্রশাসক।
এছাড়া তেজগাঁও থানা সংলগ্ন পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টারের ছাদেও আমরা দেখেছি ছাদকৃষি আয়োজন। সরকারি বাসভবনের ছাদে তো রয়েছেই। সরকারের মন্ত্রী থেকে শুরু করে পদস্থ কর্মকর্তারা তাদের সরকারি বাসভবনের ছাদে ছাদকৃষি আয়োজন করেন। এই আয়োজনগুলো সাধারণ মানুষকে অনেক বেশি উদ্বুদ্ধ করে। কৃষির বহুমুখি উপকারিতা বুঝতে সহায়ক ভূমিকা রাখে।
রাজধানীর শেরেবাংলা নগর থানার আধুনিক আটতলা ভবন। ২০১৮ সালের সেপ্টেম্বরে অস্থায়ী ভবন থেকে নতুন এই ভবনে কার্যক্রম শুরু হয় শেরে বাংলা নগর থানার। এখানে কাজকর্মের শুরু থেকেই সুন্দর ছাদটিকে কাজে লাগানোর চিন্তা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম মুন্সী। ছাদ জুড়ে গড়ে তোলেন বিভিন্ন ফল গাছের সংগ্রহশালা। ড্রাগন ফল থেকে শুরু করে বিভিন্ন জাতের আম, লেবুসহ নানান গাছ রয়েছে এই ছাদে।
Like and follow Facebook: https://fb.com/shykhseraj
Subscribe YouTube: / shykhseraj
Follow Twitter: / shykhseraj
Follow Instagram: / shykhseraj
Follow Linkedin: / shykhseraj
#SSERAJ #RoofTopFarming #ছাদকৃষি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: