নাসার চাঁদে যাওয়া সাজানো নাটক ? ভারত কি আসলেও চাঁদে গিয়েছে ? Misson Moon l We Never went to the Moon
Автор: InFilmography
Загружено: 2023-09-02
Просмотров: 63
Описание:
নাসার চাঁদে যাওয়া সাজানো নাটক ? ভারত কি আসলেও চাঁদে গিয়েছে ? Misson Moon l We Never went to the Moon
১৯৭৯ সালে প্রথমবারের মতো চাঁদে মানুষ পা রাখে যা বিজ্ঞানের বড় এক অর্জন, মানব সভ্যতার বিশাল এক সাফল্য হিসেবে ও দাবি অভিযান সংশ্লিষ্টদের,কিন্তু অভিযানের পর থেকেই নানা রকম যুক্তি এবং প্রশ্ন তুলে অনেকেরই দাবি চাঁদে মানুষ যায়নি ।এদিকে মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-থ্রি চাঁদের বুকে অবতরণ বা ‘সফট ল্যান্ডিং’য়ের প্রথম লক্ষ্য আজ সফলভাবে অর্জন করছে, যা ভারতকে বিশ্বের এলিট ‘স্পেস ক্লাবে’ জায়গা করে দিল। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই ঐতিহাসিক সাফল্যের মধ্যে দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করল – আর চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকে তারাই হল প্রথম দেশ।যদি নাসার চাঁদে যাওয়া সম্পূর্ণ নাটক হয় তাহলে ভারতের বিষয়ে কি বলবেন?এটি সম্পূর্ণ সাজানো একটি নাটক 53 বছর আগের চন্দ্রাভিযান এর পেছনে নানা তর্ক বিতর্ক এবং পক্ষে-বিপক্ষে যুক্তি প্রমাণ নিয়ে আজকের আয়োজন।বিতর্কের শুরুটা ১৯৭৬ সালের জার্নালিস্ট বিল কেসিং এর লেখা বই উই নেভার ওয়েন্ট টু দা মুন বইয়ের মাধ্যমে । তিনি কাজ করতেন নাসার একটি ঠিকাদার কোম্পানির জনসংযোগ বিভাগে তার বইয়ের মূল বিষয় ছিল মানুষ কখনো চাঁদে যায়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে তিন হাজার কোটি ডলারের প্রতারণা করা হয়েছে.। এদিকে অভিযানকে অবিশ্বাস করে অনেকেই প্রশ্ন তুলেছেন যে চাঁদে তো বাতাস নেই তাহলে সেখানে তোলা ছবিতে মার্কিন পতাকা উড়ছে কি করে।শুধু তাই নয় তারা আরেকটি প্রশ্ন তুলেছেন প্রকাশিত ছবিতে চাঁদের আকাশের তারামণ্ডল কেন দেখা যাচ্ছে না । ইয়র্ক ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী পল ডিয়েলনায় এর মতে বাতাস না থাকায় পতাকাটি দাঁড়ানো স্ট্যান্ড এর সাথে একটি অনুভূমিক স্ট্রিক ব্যবহার করে ঝোলানো হয়েছে যার দরুন একটু কুচকে থাকায় ছবিটি দেখতে মনে হয় যেন পতাকাটি উড়ছে, তবে সত্যিই যদি পতাকা টি বাতাসে উড়তো তাহলে অন্য সব ছবিতে তা একিভাবে কুচকানো থাকতো না,আর এই অভিযানের ঠিক তিন মাস আগে নাসার ইঞ্জিনিয়ার জাকিন্সলার পতাকাটির জন্য বিশেষ কাঠামোর এই ডিজাইন কে তৈরি করেছিলেন. এদিকে ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপকবৃন্দ বার্লিনের মতে চন্দ্রপৃষ্ঠ থেকে সূর্যের আলো প্রতিফলিত হয় যে কারণে ছবির উজ্জলতা ছিল বেশ আলোড়ন এর পেছনের আকাশের তারা ছবিতে ম্লান হয়ে গেছে । এছাড়া সেখানে ব্যবহৃত ক্যামেরা এক্সপোজার সাটার স্পিড এমন ভাবে সেট করা ছিল যাতে চাঁদের মাটির কাছাকাছি নানা জিনিসের ছবি খুব সহজে তোলা যায়. আরেকটা প্রচলিত যুক্তি ছিল পৃথিবী কে ঘিরে যে ভ্যান অ্যালেন্ট বিলস নামের তেজস্ক্রিয়তার পরিমণ্ডল রয়েছে তাদের নভোচারীদের মারা যাওয়ার কথা কিন্তু তারা কিভাবে চাঁদে গেলো। তেজস্ক্রিয়তার বলয়ের আবিষ্কারক ভ্যান অ্যালেন্ট বলেছেন অ্যাপোলো এলিভেন নভোযানটি এমনভাবে তৈরি করা হয়েছিল যা ক্রুদের তেজস্ক্রিয় তা থেকে সুরক্ষা দিয়েছে এছাড়াও যারা ছিলেন তাদের যাওয়ার সময় তারা ভ্যান অ্যালেন বেল্টে ছিলেন মাত্র 2 ঘন্টা আরে বেল্টের যে অঞ্চলে তেজস্ক্রিয়তার পরিমাণ সবচেয়ে বেশি সেখানে তারা অবস্থান করেছেন 5 মিনিট এরও কম সময়, ফলে তাদের উপর তেজস্ক্রিয় তার প্রভাব একেবারে পরেনি তাছাড়া এ অভিযান কে ঘিরে আরেকটি
প্রশ্ন উঠেছে অর্ধশত বছর আগে মানুষ চাঁদে যদি গিয়ে থাকে তাহলে এরপর আর যায়নি কেন? এ প্রসঙ্গে জানা গেছে এখন পর্যন্ত 6 টি অভিযানে ১২ জন নভোচারী চাঁদে অবস্থা করেছেন তারা চাঁদের যথেষ্ট নমুনাও সংগ্রহ করেছেন । পরবর্তীতে প্রযুক্তি আরো উন্নত হওয়ায় বিজ্ঞানীরা বিভিন্ন মনুষ্যবিহীন নবজান চাঁদে পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পেরেছেন তাই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাঠানোর প্রয়োজন আর পড়েনি। ২০০৯ সাল থেকে চাঁদকে প্রদক্ষিণ করা একটি নভোযান চাঁদের বেশ কিছু ছবি তুলেছিল ছবিতে দেখা গেছে চাঁদের মাটিতে অ্যাপেলো এলিভেন নভোযান নামার স্পষ্ট ছাপ দেখা গেছে। যুক্তরাষ্ট্রের পতাকা ও সেখানে পড়ে থাকা লুনার মডিউল এর কিছু অংশ এসব প্রমানি বুঝিয়ে দেয় যে চাঁদে সত্যিই এক সময় মানুষ গেছিল।
mission moon
mission to moon swatch
mission moon full
mission moon india
moon mission apollo 11
moon missions after apollo 11
apollo moon mission
moon mission
moon mission information
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: