রাই শশী জমিদার বাড়ি||আড়াপাড়া||সাভার ঢাকা। ARAPARA JOMIDAR BARI, SAVAR,DHAKA[gram banglar rahasya
Автор: Gram Banglar Rahasya
Загружено: 2024-10-28
Просмотров: 67
Описание:
রাই শশী জমিদার বাড়ি||আড়াপাড়া||সাভার ঢাকা। ARAPARA JOMIDAR BARI, SAVAR,DHAKA[gram banglar rahasya
#trending #youtube #সাভার#foryou #viralvideos#jomidarbari
সাভারের দর্শনীয় স্থান||Sights of Savar|| [জমিদার বাড়ি ]gram banglar rahasya
history of bangladesh,travel bangladesh,king harish chandra palace,raja harish chandra palace,raja harish chandra,king harish chandra,raja harishchandra house,bangladesh,history of india,places to visit near dhaka,রাজা হরিশ চন্দ্রের প্রাসাদ,best tourist places near dhaka,travel vlog,archaeology,archaeological sites,রাজা হরিশ চন্দ্রের ঢিবি,rafiq the explorer,history,india,historic sites,heritage,world heritage,রাজা হরিশ চন্দ্র,buddhist
#সাভারজমিদারবাড়ি#সাভারজমিদারবাড়ি #সাভারজমিদারবাড়ি
#savarjomidarbari#সাভারকুটুরিয়া #jamsingsavar#savarghurarjayga
রাই শশী জমিদার বাড়ি , আড়াপাড়া,সাভার, ঢাকা। ARAPARA JOMIDAR BARI, SAVAR,DHAKA.
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩আড়াপাড়া জমিদার বাড়ি সাভার , এই বাড়িটি মুলত দুই ভাইয়ের ছিল। রাই মোহন সাহা ও শশী মোহন সাহা দুই ভাইয়ের নাম মিলিয়ে ১৯০০ খ্রীস্টাব্দে রাই শশী নিবাস ভবন টি নির্মান করেন, ঠিক তার ৩৭ বছর পর আরাকঅটি ভবন নির্মান করা হয় যেটি রাই মোহন সাহা র ব্যাক্তিগত।
রাই শশী জমিদার বাড়িটিতে বিভিন্ন আঙ্গিকের ভাস্কর্যের দেখা মিলে। বেশ বড় পরিসরে জমিদার বাড়িটির অবস্থান। কারবারি ছিলেন রাই ও শশী তাই নান্দনিক স্থাপত্যে বাড়িটি নির্মান করেছিলন। বাড়ির প্রবেশ মুখে প্রথম একটি সদর গেট , গেটের দুইপাশে উচ্চাশনে দুটি সিংহ মুর্তি, বর্তমানে বাম পাশের সিংহ টি ধংশপ্রাপ্ত আর ডান পাশের টা এখনো কোনমতে টিকে আছে,এখানে বেশ কিছু নারীমুর্তি দেখা যায়, যে গুলোর অবস্থা খুবই সচনীয়। পাশেই একটি বড় দিঘী রয়েছে।
এই জমিদার বাড়িতে নির্মিত হয়েছিলো দেবদাস মুভি, সেখানে এই বাড়িটির সৌন্দর্য্য খুব সুন্দর ফুটে উঠেছে।
আড়াপাড়া জমিদার বাড়িটির সৌন্দর্য্য আজ কতটুকু ম্লান হয়েছে তা দেবদাস ছবিটি দেখলে সহজেই বোঝা যায়। দিন দিন এই জমিদার বাড়ির সৌন্দর্য্য বিলিন হতে চলেছে।
🎉ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি। যা বাংলাদেশের আনাচে-কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে। এর সাথে এক-একটা জমিদার বাড়ির আছে এক একরকম ইতিহাস।
👉ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদারী প্রথাকে "জায়গীরদারি" প্রথা বলা হতো। ব্রিটিশদের শাসনামলে ভারত উপমহাদেশে জমিদারীর প্রথা চালু হয় অন্যরকম আধুনিকভাবে। কারণ ব্রিটিশরা এই জমিদারী প্রথা দিয়ে ভারত উপমহাদেশকে আরও সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ "চিরস্থায়ী বন্দোবস্ত" নামে ১৭৯৩ সালে জায়গিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারী প্রথা চালু করেন। যার ফলে এটি "জায়গিরদারি" প্রথা থেকে "জমিদারী" প্রথায় রূপ নেয়। কর্নওয়ালিশ নিজেও ব্রিটিনের একজন জমিদার পরিবারের সদস্য ছিলেন। তার এই জমিদারী প্রথা চালু করার পিছনে মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজে সরকারি রাজস্ব আদায় করা। এছাড়াও সহজে ভারতবর্ষের মানুষকে তাদের শাসনকার্যের আওতায় রাখা। মধ্যযুগীয় বা মুঘল শাসনামলের জমিদারী প্রথা এই জমিদারী প্রথার সাথে একদম আলাদা ছিল।
তখনকার সময় ব্রিটিশদের কাছ থেকে যারা জমিদারী ক্রয় করে প্রজাদের উপর তাদের শাসনকার্য চালানোর জন্য একটি নির্ধারিত স্থানে প্রাসাদ তৈরি করে বিচারকার্য পরিচালনা করতেন এবং বসবাস করতেন। ঐ জমিদারদের তৈরি করা ঐ বাড়িকেই জমিদার বাড়ি বলা হতো বা হয়। জমিদাররা প্রজাদের উপর তাদের শাসনকার্য চালাতেন এই বাড়ি থেকেই। তাই জমিদারদের এই বাড়িগুলো প্রজাদের কাছে অর্থাৎ সাধারণ মানুষের কাছে জামিদার বাড়ি নামেই পরিচিতি পায়। তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক ধন-সম্পদের মালিক। তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে অপূর্ব কারুকাজ বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে। যা বিভিন্ন জমিদার বাড়ি পর্যবেক্ষণ।
Facebook
সাভার জমিদার বাড়ি,জমিদার বাড়ি,জমিদার বাড়ি,সাভার জমিদার বাড়ি,আড়াপাড়া জমিদার বাড়ি,বালিয়াটি জমিদার বাড়ি,সাভারের ঐতিহাসিক জমিদার বাড়ি,লক্ষণ সাহার জমিদার বাড়ি,সাভার জমিদার বাড়ি ২০২০,সাভার জমিদার বাড়ি ঢাকা,ঐতিহ্য ধরে রাখার জমিদার বাড়ি,তুরাগ নদীর পাশের জমিদার বাড়ি,ডাংগা জমিদার বাড়ি,আড়াপাড়া জমিদার বাড়ি সাভার,লক্ষণ সাহার জমিদার বাড়ি,সাভারে জমিদার বাড়ি আড়াপাড়া,বাইসারী জমিদার বাড়ি,ভুতের বাড়ি জমিদার বাড়ি,ডাংগা লক্ষন সাহার জমিদার বাড়ি
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: