১০ ম গ্রেড এ বেতন পাবেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর
Автор: Daily job explainer
Загружено: 2025-06-27
Просмотров: 4904
Описание:
১০ ম গ্রেড এ বেতন পাবেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন বৃদ্ধির খবর
ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক দশম গ্রেডে (১৬০০০-৩৮৬৪০) বেতন-ভাতা পাবেন। সহকারী শিক্ষকরা (সাধারণ, বিজ্ঞান ও আরবি) ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০) বেতন পাবেন। আর সহকারী শিক্ষক (ক্বারী/নূরানী) ১৬তম গ্রেড (৯৩০০-২২৪৯০) এবং অফিস সহায়ক ২০তম গ্রেড (৮২৫০-২০০১০) পাবেন।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম স্বাক্ষরিত নীতিমালায় এই তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সব শর্তপূরণ করে স্বীকৃতিপ্রাপ্ত হলে ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষক দশম গ্রেডে (১৬০০০-৩৮৬৪০) বেতন-ভাতা পাবেন। সহকারী শিক্ষকরা (সাধারণ, বিজ্ঞান ও আরবি) ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০) বেতন পাবেন। আর সহকারী শিক্ষক (ক্বারী/নূরানী) ১৬তম গ্রেড (৯৩০০-২২৪৯০) এবং অফিস সহায়ক ২০তম গ্রেড (৮২৫০-২০০১০) পাবেন।
প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় পাঁচজন শিক্ষক এবং একজন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। শিক্ষকদের মধ্যে একজন প্রধান শিক্ষক থাকবেন। বাকি চারটি পদ সহকারী শিক্ষকের। তাদের মধ্যে একজন করে সহকারী শিক্ষক (সাধারণ), সহকারী শিক্ষক (বিজ্ঞান), সহকারী শিক্ষক (আরবি), সহকারী শিক্ষক (ক্বারী/নূরানী)। এছাড়া একজন অফিস সহায়ক থাকবেন।
শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণ: এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের বেতন ও ভাতাদি সংশ্লিষ্ট পদের
বিপরীতে উল্লিখিত গ্রেড অনুযায়ী নির্ধারিত হবে:
ক) শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মচারীগণের এমপিওভুক্তির তারিখ হতে একই পদে ১০ (দশ) বছর সন্তোষজনকভাবে
চাকরিকাল পূর্ণ হলে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন এবং পদোন্নতি ব্যতিরেকে পরবর্তী ৬ বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লিখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে ১০ বছর ও ৬ বছর চাকরিকাল পূর্ণ হতে হবে। সমগ্র চাকরি জীবনে দুটির বেশী উচ্চতর গ্রেড/টাইম স্কেল (যে নামেই অভিহিত হোক না কেন) প্রাপ্য হবেন না;
খ) শিক্ষক-কর্মচারীদের এমপিও ৬০ (ষাট্ট) বছর বয়স পর্যন্ত প্রদেয় হবে। বয়স ৬০ বছর পূর্ণ হবার পর কোন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/শিক্ষক-কর্মচারিকে কোন অবস্থাতেই পুন:নিয়োগ কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যাবে না;
গ) ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারী এক প্রতিষ্ঠান হতে অন্য প্রতিষ্ঠানে সমপদে/সমস্কেলে চাকরিতে যোগদান করলে পূর্ব অভিজ্ঞতা গণনাযোগ্য হবে;
ঘ)এ নীতিমালা জারির পর পূর্বের বকেয়া বা কোনো আর্থিক সুবিধাদি প্রদান করা হবে না;
ঙ) এমপিও প্রাপ্তির জন্য আবেদনকারী শিক্ষক-কর্মচারীগণ একই সাথে একাধিক পদে চাকরিতে বা আর্থিক লাভজনক কোনপদে নিয়োজিত থাকতে পারবেন না;
চ) এমপিওভুক্ত কোন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠান পরিবর্তন বা উচ্চতর পদে যোগদান করলে যোগদানকৃত পদে যোগদানের
তারিখ থেকে পূর্ববর্তী প্রতিষ্ঠান হতে বা পদের এমপিও উত্তোলন করতে পারবেন না;
ছ) ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারীর সমপদে/সমস্কেলে প্রতিষ্ঠান পরিবর্তন বা উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে এ নীতিমালার
পরিশিষ্ট ‘ঘ’ প্রযোজ্য হবে না; এ ক্ষেত্রে চাকরিতে প্রথম নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: