হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) এর ঘটনা ও আল্লামা শেখ সাদী (রহ.) চমৎকার কিছু নসিহত!😱
Автор: Muslim BD24
Загружено: 2025-12-04
Просмотров: 189
Описание:
#bayazid_bostami_jiboni #shaikh_saadi_story #islamic #shorts #advice
ঈদের সকালবেলা। বিখ্যাত ওলী হযরত বায়েজিদ বোস্তামী রহ. গোসল শেষ করে নতুন পোশাকে ঘর থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময়ে, উপরের একটি বাড়ির ছাদ থেকে কেউ একজন অজান্তেই এক থালা উত্তপ্ত ছাই নিচে ফেলে দিল। দুর্ভাগ্যবশত, সেই ছাই এসে পড়ল হযরত বায়েজিদ বোস্তামি রহ. এর মাথার ওপর।
তাঁর পরিষ্কার শরীর, পাগড়ি আর চুল ছাইয়ে মাখামাখি হয়ে গেল। সাধারণ মানুষ হলে হয়তো রেগে গিয়ে উপরের সেই ব্যক্তিকে গালিগালাজ করতেন, কিন্তু হযরত বায়েজিদ বোস্তামী রহ. ছিলেন এক মাটির মানুষ।
তিনি রাগ করার বদলে হাতের তালু দিয়ে মুখমণ্ডল মুছতে মুছতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। নিজের মনকে বললেন:
“হে আমার নফস (আত্মা), আমি তো এত পাপ করেছি যে, আমার কপালে পরকালে আগুনের শাস্তিই জুটবার কথা। সেখানে আমি মাত্র সামান্য ছাইয়ের ধুলো পেয়েছি। আগুনের বদলে শুধু ছাই পেয়েছি বলে আমার তো রাগ না করে বরং কৃতজ্ঞ থাকাই উচিত!”
এই ঘটনা উল্লেখ করে আল্লামা শেখ সাদী রহ. চমৎকার কিছু নসিহত করেছেন:
➡️ বিনয় মানুষকে উঁচুতে ওঠায়, আর অহংকার মানুষকে ধুলোয় মিশিয়ে দেয়।
➡️ পদমর্যাদা বা সম্মানের কারণে সাধারণ মানুষকে কখনোই ঘৃণার চোখে দেখা উচিত নয়।
➡️ আজ তুমি ভালো অবস্থায় আছো বলে বিপদগ্রস্ত মানুষকে দেখে হেসো না; কাল তুমিও বিপদে পড়ে যেতে পারো।
➡️ নিজেকে বড় মনে করলে আল্লাহকে চেনা যায় না। বড়ত্ব নাম বা পোশাকে নয়, ব্যবহারে।
➡️ নিজের আমল বা কাজ নিয়ে গর্ব করতে নেই; শেষ বিচার ও ক্ষমা একমাত্র আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: