বিরুলিয়া জমিদার বাড়ী _ অাশুলিয়া, সাভার,ঢাকা। Birulia Jamidar Bari_Ashulia, savar, Dhaka
Автор: Running Juyel
Загружено: 2021-11-28
Просмотров: 23
Описание:
বিরুলিয়া জমিদার বাড়ি
‘বিরুলিয়া’ তুরাগ নদীর তীরবর্তী ছোট্ট একটি গ্রামের নাম। ঢাকা শহরের অত্যন্ত কাছের এই বিরুলিয়া গ্রাম দশটিরও অধিক ঐতিহ্যবাহী স্থাপনার জন্য সুপরিচিত। বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে আছে জমিদার রজনীকান্ত ঘোষের বাড়ি, যা বর্তমানে বিরুলিয়া জমিদার বাড়ি (Birulia Jamidar Bari) নামে পরিচিত। ঢাকার কাছে অবস্থান হওয়ায় ইতিহাসের সাক্ষী প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বিরুলিয়া জমিদার বাড়ি দেখতে অনেকেই ছুটে যান।
স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে, জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে ৮৯৬০ টাকা ৪ আনি অর্থের বিনিময়ে রজনীকান্ত ঘোষ এই বাড়িটি কিনে নেন। অতীতে বিভিন্ন স্থানে রজনীকান্ত ঘোষের সম্পত্তি থাকলেও বর্তমানে শুধু মাত্র বিরুলিয়া জমিদার বাড়িটি বেদখলের হাত থেকে অবশিষ্ট আছে।
জমিদার রজনীকান্ত ঘোষের এই বাড়িতে বর্তমানে রজনীকান্ত ঘোষের বংশধরগণ বসবাস করছেন। জমিদার বাড়ির সদরঘর, বিশ্রামঘর, বিচারঘর, পেয়াদাঘর এবং ঘোড়াশালাগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকার যেকোন স্থান হতে প্রথমে মিরপুর ১ নাম্বার সেক্টর চলে আসুন। সেখান থেকে আলিফ কিংবা মোহনা পরিবহণের বাসে চড়ে সরাসরি বিরুলিয়া ব্রিজ যেতে পারবেন। মিরপুর ১ থেকে বিরুলিয়া ব্রিজগামী লেগুনা পাওয়া যায়। লেগুনার জনপ্রতি ভাড়া ২০ টাকা।
এছাড়া আব্দুল্লাহপুর, বাইপাইল কিংবা আশুলিয়া থেকে মিরপুর বেরিবাধ এসে মিরপুর ১ গামী গাড়িতে করে বিরুলিয়া ব্রিজ যাওয়া যায়।
বিরুলিয়া ব্রিজ পৌঁছে স্থানীয় যে কাউকে জিজ্ঞাস করলে আপনাকে বিরুলিয়া জমিদার বাড়ির রাস্তা দেখিয়ে দিবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: