স্মৃতি, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধন, নিজ জন্মভূমি চট্টগ্রামের ইতিহাস ছুঁয়ে এলেন ড. মুহাম্মদ ইউনূস
Автор: News Now 24 Bangla
Загружено: 2025-05-16
Просмотров: 4
Описание:
স্মৃতি, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধন, নিজ জন্মভূমি চট্টগ্রামের ইতিহাস ছুঁয়ে এলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস
শপথের পর এই প্রথমবার, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পা রাখলেন চট্টগ্রামের মাটিতে। ফিরে এলেন যেখানে একদিন স্বপ্ন বুনেছিলেন। আর এবার—স্বপ্ন নয়, সঙ্গে নিয়ে এলেন দিন বদলের নকশা।
বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দর, আর আজ, সেই হৃদপিণ্ডের ধমনিগুলো ছুঁয়ে দেখলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধন করে এলেন স্মৃতিবিজরিত কালুরঘাট সেতু। ড. মুহাম্মদ ইউনূস বললেন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া চট্টগ্রামের উন্নয়ন অসম্ভব। আর চট্টগ্রাম এগোলে বাংলাদেশও এগোবে।
চট্টগ্রাম বন্দরকে আখ্যা দিলেন ‘অর্থনীতির হৃদপিণ্ড’ হিসেবে—যা শুধু বাংলাদেশ নয়, বরং নেপাল, ভুটান আর সেভেন সিস্টার্সের সঙ্গেও সংযোগ ঘটাতে পারে। এ হৃদপিণ্ড চললে চলবে গোটা অঞ্চল, না চললে থেমে যাবে রক্তসঞ্চালন!
এরপর গেলেন নিজের দ্বিতীয় বাড়ি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যেখানে একসময় শিক্ষক ছিলেন, আজ পেলেন ডি-লিট সম্মান। এই বিশ্ববিদ্যালয়ের অন্ধকার গলিতে জন্ম নিয়েছিল এক আলোর নাম —গ্রামীণ ব্যাংক। দুর্ভিক্ষে গড়ে তুলেছিলেন মানুষের অর্থনীতি। ভাষণে শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে বলেন—এক নতুন বিশ্ব গড়ার, মানুষের জন্য অর্থনীতি নির্মাণের। বর্তমান সভ্যতা আত্মঘাতী। আমাদের তৈরি করতে হবে নতুন এক সমাজব্যবস্থা—যেখানে মানুষ হবে কেন্দ্রবিন্দু, ব্যবসা নয়।
দেড় যুগ পর ফিরে গেলেন বাথুয়া গ্রামে—শৈশবের স্মৃতির ভেতরে। বললেন, ‘এডে ওগো বট গাছ আছিলো…গ্রামে যেন উৎসবের হাওয়া। হাজারো মানুষ দেখতে এসেছেন এই মানুষটিকে—যিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, বরং একজন স্বপ্নদ্রষ্টা।
এই সফর শুধু প্রশাসনিক সফর নয়, এটি তার স্মৃতির পথচলা, ভবিষ্যতের রূপরেখা আর অর্থনীতির হৃদয় স্পর্শের এক যাত্রা।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: