BirdsEye | Smart Announced new consumer promotion on HP Laptop | এইচপি ল্যাপটপের সঙ্গে ব্যাগ ফ্রি!!!
Автор: Krishi Culture - কৃষি কালচার
Загружено: 2020-01-20
Просмотров: 52
Описание:
২০ জানুয়ারি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের প্রধান কার্যালয়ে এইচপি ল্যাপটপের কনজ্যুমার প্রমোশন লঞ্চিং শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান, ডিরেক্টর-চ্যানেল বিজনেস জাফর আহমেদ এবং ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আলবেরুনী সুজন।
অনুষ্ঠানে এসএম মহিবুল হাসান বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. গত ১ যুগ ধরে সফলতার সাথে বাংলাদেশের বাজারে এইচপি পণ্য নিয়ে কাজ করছে। ক্রেতাদের উৎসাহ দেয়ার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায়, আমরা এইচপি ল্যাপটপের সাথে নতুন কনজ্যুমার অফার চালু করছি। উক্ত অফারের আওতায়, এইচপি ল্যাপটপ কিনলে মডেলভেদে ক্রেতাগন পাবেন একটি আকর্ষণীয় ট্রাভেল ব্যাগ অথবা ট্রাভেল ট্রলি।
অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, এইচপি আমাদের কাছে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড। এইচপি পণ্যের সেবায় অন্য যেকোন পরিবেশকের তুলনায় স্মার্ট টেকনোলজিস সবসময়ই এগিয়ে ছিল। ভবিষ্যতেও আমরা আমাদের সেবা দিয়ে এই সুনাম অক্ষুন্ন রাখতে চাই।
সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে ল্যাপটপ এবং ব্রান্ড পিসি পণ্যের শীর্ষ ব্রান্ড এইচপি। আমরা স্মার্ট টেকনোলজিস এইচপি ব্রান্ড এর সিংহভাগ এর প্রতিনিধিত্ব করছি। আমরা আশা করি, আমাদের এই অফার বাজারে ক্রেতাদের মধ্যে উৎসাহ সঞ্চার করতে সমর্থ হবে।
#Birdseye #HPLaptop
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: