পেঁপে চাষে সফল অলি উদ্দিন !! Oli Uddin is successful in papaya cultivation !!
Автор: NK BARTA 24
Загружено: 2023-06-13
Просмотров: 62
Описание:
#পেঁপে #চাষ #সফলতার_মুখ #সুবর্ণচর #পেঁপে_চাষে #গ্রীন_লেডি_পেঁপে #টপ_লেডি_পেঁপে
নোয়াখালী প্রতিনিধি:
পেঁপে চাষে সফল হওয়ার প্রত্যাশা করছেন অলি উদ্দিন। তিনি গ্রীন লেডি ও টপ লেডি জাতের পেঁপেসহ একাধিক জাতের পেঁপে চাষ শুরু করছেন। ইতি মধ্যে ফল ধরতে শুরু করেছে প্রায় গাছেই। ৪-৬ ফুট উচ্চতার গাছ গুলোতে থোকায় থোকায় ঝুলে আছে সবুজ রঙের অসংখ্য পেঁপে। আবহাওয়া ঠিক থাকলে পেঁপের ভালো ফলন হওয়ার আশা করছেন তিনি। শুধু পেঁপেই নয় পুকুরে মাছ চাষ, পুকুরের দুপাশে মাছা করে জিঙ্গে সসিন্ধা এবং লাউয়ের ঝাঁকও করেছেন। তবে এখনো ছোট সেসব সবজির গাছ।
জানা যায়, সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাস্তার পাশে মাছ চাষের জন্য ৯ একর জমির ওপর ১০ টি পুকুর খনন করেন। পরবর্তিতে তিনি মাছ চাষ শুরু করেন গত বছর ২০২২ সালে। শখের বশে পেঁপে গাছ লাগান তিনি। কয়েকটি পেঁপে গাছে ভালো ফলন হওয়ায় এ বছর তিনি ৫০০ শত পেঁপের চারা রোপন করেন। সব কিছু ঠিক থাকলে প্রায় ৫ লক্ষ টাকা লাভ হবে বলে আশা প্রকাশ করেন অলি উদ্দিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: