শবে কদরের রাতে যে সকল আমল করবেন বেশি বেশি।
Автор: Muslim Corner 0.1
Загружено: 2025-03-27
Просмотров: 52
Описание:
কদরের রাতের আমল
কদরের রাত (লাইলাতুল কদর) ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় রাত। এই রাতে ইবাদত করার ফজিলত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা কুরআনে এই রাতের বিশেষ মর্যাদা সম্পর্কে উল্লেখ করেছেন (সূরা আল-কদর)।
কদরের রাতের গুরুত্বপূর্ণ আমল:
১. তাহাজ্জুদ নামাজ
এই রাতে অধিক পরিমাণে তাহাজ্জুদ নামাজ আদায় করা উচিত।
বেশি করে নফল নামাজ পড়া কল্যাণকর।
২. কুরআন তিলাওয়াত
পবিত্র কুরআন তিলাওয়াত করা কদরের রাতের অন্যতম গুরুত্বপূর্ণ আমল।
সূরা কদর, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস বেশি বেশি পড়া উত্তম।
৩. দোয়া ও ইস্তেগফার
আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা।
রাসূল (সা.) শিখিয়েছেন— اللهم إنك عفو تحب العفو فاعف عني
(উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি)
অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন।
৪. জিকির ও তাসবিহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা।
দরুদ শরীফ পাঠ করা।
৫. সদকা ও দান-খয়রাত
গরিব-দুঃখীদের সহায়তা করা। #allahﷻallahﷻ
দান-সদকা করা, বিশেষ করে যারা কষ্টে আছে তাদের সাহায্য করা।
৬. অন্তর দিয়ে তওবা করা
অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
ভবিষ্যতে ভালো কাজ করার দৃঢ় সংকল্প নেওয়া।
এই রাত মহান আল্লাহর অনুগ্রহ লাভের শ্রেষ্ঠ সুযোগ। তাই আমাদের উচিত কদরের রাতের প্রতিটি মুহূর্ত ইবাদত-বন্দেগিতে কাটানো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: