হযরত নুহ আলাই সাল্লাম এবং এক বৃদ্ধা মহিলার ঘটনা
Автор: Islamic Vishoy
Загружено: 2025-11-11
Просмотров: 2
Описание:
হযরত নুহ আলাই সাল্লাম এবং এক বৃদ্ধা মহিলার ঘটনা #islamicvideos #islamicstories
হযরত নুহ আলাই সাল্লাম এবং এক বৃদ্ধার কাহিনী
যখন হযরত নূহ (আঃ) আল্লাহর হুকুমে নৌকা (কশ্তি) বানাচ্ছিলেন, তখন প্রতিদিন এক বৃদ্ধা মুমিনা মহিলা তাঁর কাছে আসতেন।
তিনি নিজের ছোট্ট একটি পোটলা কাঁধে নিয়ে এসে বলতেন,
“হে আল্লাহর নবী! কশ্তি কবে রওনা হবে?”
হযরত নূহ (আঃ) মুচকি হেসে বলতেন, “এখনো দেরি আছে, সময় আসতে দাও।”
সেই বৃদ্ধা সেখানে বসে সারাদিন অপেক্ষা করতেন, তারপর সন্ধ্যা হলে ঘরে ফিরে যেতেন।
এইভাবে অনেকদিন ধরে চলতে থাকল।
একদিন হযরত নূহ (আঃ) সেই বৃদ্ধাকে বললেন,
“হে বৃদ্ধা আম্মা, যখন যাওয়ার সময় হবে, তোমাকে জানিয়ে দেওয়া হবে।”
বৃদ্ধা মাথা নিচু করে চলে গেলেন, কিন্তু তাঁর মনে দৃঢ় বিশ্বাস ছিল—
যখন কশ্তি চলবে, নবী নিশ্চয়ই আমাকে ডাকবেন।
সময় কেটে গেল।
তারপর আল্লাহর আজাব নাজিল হলো।
পৃথিবীতে ভয়াবহ ঝড়-বৃষ্টি শুরু হলো।
পানি চারদিকে ছড়িয়ে পড়ল, আর হযরত নূহ (আঃ)-এর কশ্তি চলতে শুরু করল।
কিন্তু হযরত নূহ (আঃ) সেই বৃদ্ধাকে ডাকতে ভুলে গেলেন।
দেখতে গেলে এটাই বাস্তবতা।
ঝড় থেমে গেল, সমুদ্র শান্ত হলো।
কিছুদিন পর হযরত নূহ (আঃ)-এর মনে চিন্তা এলো—
“চলো, সেই শহরটা দেখা যাক, যেখানে থেকে সবকিছু শুরু হয়েছিল।”
তিনি কশ্তি থেকে নেমে শহরের দিকে রওনা দিলেন।
শহরে পৌঁছে দেখলেন, সর্বত্র ধ্বংসস্তূপ—ভয়াবহ বিরান ভূমি।
কিন্তু এক কোণে একটি ছোট্ট কুঁড়েঘর থেকে আলো বেরোচ্ছে।
একটি প্রদীপ এখনো জ্বলছে!
হযরত নূহ (আঃ) অবাক হয়ে বললেন,
“এত বড় ঝড়ে সবকিছু ডুবে গেল, কিন্তু এই প্রদীপ এখনো কীভাবে জ্বলছে?”
তিনি উচ্চস্বরে বললেন, “আল্লাহু আকবার!”
কুঁড়েঘরের পর্দা উঠল।
সেই বৃদ্ধা পোটলা কাঁধে নিয়ে বাইরে এলেন এবং সরলভাবে বললেন,
“হে আল্লাহর নবী, কশ্তি কি এখন প্রস্তুত? চলুন!”
হযরত নূহ (আঃ)-এর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
তিনি জিজ্ঞেস করলেন, “হে বৃদ্ধা আম্মা, তোমার কিছুই টের হয়নি?”
বৃদ্ধা সরলভাবে জবাব দিলেন,
“কী টের হবে, হে আল্লাহর নবী? কী হয়েছে?”
হযরত নূহ (আঃ) বললেন,
“এত বড় ঝড় হলো, দুনিয়া ডুবে গেল, বৃষ্টি ঝরল, মানুষের ওপর আজাব এল—
তুমি কিছুই বুঝতে পারনি?”
বৃদ্ধা মুচকি হেসে বললেন,
“হে আল্লাহর নবী, একদিন মেঘ একটু গর্জেছিল আর হালকা বৃষ্টি পড়েছিল, শুধু এতটুকুই।”
তখন হযরত নূহ (আঃ) আকাশের দিকে তাকিয়ে বললেন,
“হে আমার রব, এ কেমন আশ্চর্য ঘটনা!”
তখন আল্লাহ তা’আলা তাঁর ওপর ওহি নাজিল করলেন—
“হে আমার প্রিয় নবী, এই বৃদ্ধার অন্তরে তোমার প্রতি ভালোবাসা ছিল,
আর তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে, যখন কশ্তি চলবে তুমি তাকে নিয়ে যাবে।
তুমি তোমার প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলে,
কিন্তু আমি, রব্বুল আলামিন, তোমার প্রতিশ্রুতিরও দায়ভার নিয়েছি।
আমি আমার আজাবকে এই পর্যন্ত পৌঁছাতে দিইনি।
সে বুঝতেও পারেনি কবে আজাব এল আর কবে চলে গেল।”
এই ঘটনা ইমাম সাজ্জাদ (রহঃ)-এর বর্ণনা হিসেবে পরিচিত,
কিন্তু কুরআন বা সহিহ হাদীসের কোনো কিতাবে এর প্রমাণ নেই।
এটি শুধুমাত্র ইবরত (শিক্ষা) ও ভালোবাসার শিক্ষা দেওয়ার জন্য
একটি সুফিয়ানী বর্ণনা হিসেবে বলা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: