Fatema paddy বাংলার শস্যগোলায় নতুন ধান 'ফাতেমা'
Автор: MOBILE NEWS 19
Загружено: 2022-07-14
Просмотров: 205
Описание:
@MOBILENEWS19
#Rice #fatema #bangladesh #paddy #purbabardhaman #mobilenews19
#ফাতেমা চাল #ফাতেমা ধান #বাংলাদেশ #পূর্ব বর্ধমান #ভাতার
#mnews19 #bhatar #west Bengal
বাংলাদেশ থেকে বাংলায় এসে নাম করলো বিশেষ প্রজাতির ধান ফাতেমা। এই ধানের ফলন দেখে খুশি কৃষক । তাদের দাবি এখনো পর্যন্ত চাষ করা অন্য ধানের তুলনায়এই ধান গাছে ফলন প্রায় দ্বিগুণ ।
অন্য ধান গাছের শিষে ৩০০ থেকে ৩৫০ টি ধান থাকে কিন্তু ফাতেমার শিষে এক একটিতে ৬০০ থেকে ৭৫০ টি ধান থাকে। । গাছ খুব শক্ত। ধানের ভারে শীষ নুয়ে পড়লেও গাছ মাটিতে পড়ে যায় না । গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় চাষের লোকসান হওয়ার সম্ভাবনা কম । পূর্ব বর্ধমানের ভাতারের বানেশ্বরপুরের চাষী রেজাউল করিম ও শেখ আব্দুল হানিফ এই ধান প্রথম পূর্ব বর্ধমানে চাষ করেছেন।
তারা এক আত্মীয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে এই ফতেমা ধানের বীজ আনান। ও চাষ করে বিঘা প্রতি 75 থেকে 80 কিলো ধান পেয়েছেন । অন্য যেকোনো ধানের থেকে দ্বিগুণ ফলন বলে দাবি তাদের।
শেখ হানিফের মায়ের নামও ফাতেমা । তিনি উৎসাহী হন ফাতেমা ধান চাষে ধানের নাম তার মায়ের নামে হওয়ায়। আর লাভবান হন বলে তিনি জানান। এই ধান চাষে বেশি জল লাগে না। সব মরশুমে এটা চাষযোগ্য। গাছের শিষের উচ্চতা স্বর্ণ বা অন্য যেকোন ধানের থেকে বেশি । চাল ধবধবে সাদা এবং মিষ্ট। এই ধান চাষে সারেরও প্রয়োজন হয় কম । ধান বীজের দামও চাষীর নাগালের মধ্যে । সৈয়দ রেজাউল করিম ও শেখ হানিফ এখন এলাকার অন্যান্য চাষীদেরও এই ধান লাগানোর জন্য অনুপ্রাণিত করছেন। কারণ এতে চাষী লাভবান হবে এবং লোকসানের মুখ দেখতে হবে না বলে তারা দাবি করেছেন। তারা চান আগামী দিনে সকলেই এই ধান চাষ করে উপকৃত হোক। শেখ হানিফ জানান , তার কাছ থেকে এই ধানের বীজ নদীয়ার করিমপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পানাগড়, পূর্ব বর্ধমান জেলার মধ্যে কালনা, দক্ষিণ দামোদর, ভাতারের প্রায় ১০০ থেকে ১৫০ গ্রামের চাষী, গলসি, বুদবুদ এলাকা থেকে চাষিরা নিয়ে গেছেন। তিনি চান এই ধান সারা রাজ্যে ছড়িয়ে যাক । যাতে চাষী লোকসানের হাত থেকে রেহাই পাক।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: