আঙ্গুল বা হাত, পা দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেলে তাৎক্ষণিক করণীয় কি
Автор: cureNcare
Загружено: 2022-09-22
Просмотров: 1960
Описание:
আঙ্গুল বা হাত, পা দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেলে তাৎক্ষণিক করণীয় কি
ডা. তানভীর আহমেদ,
সহযোগী অধ্যাপক,
প্লাস্টিক সার্জারি ,
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ,ঢাকা
#doctor
সড়ক দুর্ঘটনা কিংবা কোনও দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া শরীরের হাত বা পা সর্বোচ্চ ছয় ঘণ্টা পর্যন্ত লাগানোর জন্য সময় পাওয়া যেতে পারে। কারও শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেলে তা সর্বোচ্চ ছয় ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করে লাগানো যায়। তবে, এক্ষেত্রে শর্ত রয়েছে। যদি সেই অঙ্গটি থেতলে না যায়, এটি যদি ইনফেকটেড না হয়ে যায়, ড্রেনে পড়ে না যায়, ময়লা-আবর্জনা বা কাদায় আক্রান্ত না হয়, যে অংশে লাগানো হবে সেটিসহ যে অঙ্গটি লাগানো হবে সেটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেক্ষেত্রে লাগানো সম্ভব। তারপরও এই অঙ্গটি রোদে রাখলে হবে না বা গরম চুলার পাশে রাখলে হবে না, বরফ দিয়ে এটিকে প্রিজার্ভ করে রাখতে হবে।মেশিনের কাটায় ক্লিনকাট হলে লাগানোর সুযোগ থাকে। প্রেস মেশিনে কাটা অঙ্গ লাগানো যেতে পারে।
দেশে এক হাত এক পা হারিয়ে বহু মানুষ এখন কোনমতে বেঁচে আছে। তারা পঙ্গু জীবন যাপন করলেও চাকরি ব্যবসাসহ সংসারের অনেক কাজকর্ম নির্বিঘ্নে করছে। রাসেল সরকারের পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেটি লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন চিকিৎসকরা।
অনেক সময়ই দেখা যায় রোড এক্সিডেন্ট, মেশিনে বা ধারালো কিছুর আঘাতে কারো হাতের আঙুল বা পুরো হাতটাই কেটে পড়ে যায়। পা এর ক্ষেত্রেও হতে পারে। হসপিটালে নিয়ে আসার পর কাটা জায়গা সেলাই করা সম্ভব হলেও শরীরের হারানো অংশ আর ফিরে পাওয়া যায় না। অনেকে কাটা আঙুল বা অন্য অংশ সাথে করে নিয়ে আসেন জোড়া লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু ডাক্তারগণ পারেন না কারন নিয়ম মেনে না নিয়ে আসায় সেটা নষ্ট হয়ে যায়।
cure n care সব সময় আছে আপনাদের পাশে। স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা ও তার সমাধান পাবেন এই চ্যানেলে।
ডিজিটাল ব্র্যান্ডিং ও কন্টেন্ট এর জন্য যোগাযোগ করতে পারেন ০১৬৮৪৬৩৮৭৭৭ নাম্বারে।
@curencare216 #doctor #healthtips #plasticsurgery
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: