Poet Kazi Quader Newaz's House in the Natural Place of Village | গ্রামের প্রাকৃতিক পরিবেশে কবির বাড়ী
Автор: sana bd vlogs
Загружено: 2023-01-30
Просмотров: 134
Описание:
Poet Kazi Quader Newaz's House in the Natural Place of Village | গ্রামের প্রাকৃতিক পরিবেশে কবির বাড়ী
Shikkha Gurur Morjada | শিক্ষাগুরুর মর্যাদা | কাজী কাদের নেওয়াজ | sana bd vlogs
#কাজী_কাদের_নওয়াজ
#শ্রীপুর #মাগুরা
#কবি
#সাহিত্যিক
#কাজী কাদের নেওয়াজের বাড়ি
#কবি কাজী কাদের নওয়াজ
#শিক্ষাগুরুর মর্যাদা
#মুজদিয়া
#শ্রীপুর
#মাগুরা
#viral
#new
#poet
মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই,/ইহার চেয়ে নাম যে মধুর ত্রি ভুবনে নাই। অথবা বাদশা আলমগীর/কুমারে তাহার পড়াইত এক মৌলভী দিল্লির, এমন অসংখ্য সাড়া জাগানো কবিতা যিনি রচনা করেছেন তিনি হলেন কবি কাজী কাদের নওয়াজ। তিনি বাংলা সাহিত্যের এক উজ্জল নক্ষত্র । #কবি কাজী কাদের নওয়াজ একাধারে শিক্ষক, কবি, বহুভাষা-পারদর্শী পন্ডিত, ঔপন্যাসিক ও একজন মাতৃভাষাপ্রেমিক ছিলেন।
#কবি, উপন্যাসিক, ছোট গল্পকার, প্রবন্ধকার কবি কাজী কাদের নওয়াজ ১৯০৯ সালের ১৫ জানুয়ারী ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পৈত্রিক বাস ছিল বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোর্ট গ্রামে। তাঁর পিতার নাম কাজী আল্লাহ নওয়াজ ও মাতার নাম ফাতেমাতুন্নেসা। দেশবিভাগের পর ১৯৪৮ সালে তাঁর পরিবার সম্পত্তি বিনিময় করে বর্তমান মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন মুজদিয়া গ্রামে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। নিজগৃহে মায়ের নিকট থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর কবি ১৯১৮ সালে বর্ধমান জেলার মাথরুন উচ্চ ইংরেজী ¯কুলে ভর্তি হন। উক্ত হাইস্কুল থেকে ১৯২৩ সালে কৃতিত্বের সাথে এনট্রান্স পরীক্ষায় পাশ করেন। ১৯২৫ সালে বহরমপুর কলেজ থেকে আই.এস.সি এবং ১৯২৯ সালে একই কলেজ থেকে ইংরেজীতে অনার্সসহ বি.এ পাশ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজীতে এম.এ ক্লাসে ভর্তি হলেও পরীক্ষা দেননি। পরবতীর্তে তিনি বিটি পাস করেন।১৯৩৩ সালে স্কুল সাবইন্সপেক্টর হিসেবে চাকরি করেন। এরপর ইংরেজী শিক্ষক হিসেবে কলকাতা আলীয়া মাদরাসায় যোগদান করেন। ১৯৪৮ সালে তৎকালীন পূর্বপাকিস্তানে এস তিনি প্রথমে ঢাকায় নবকুমার ইনস্টিটিউটে যোগদান করেন। ১৯৫১ সালে হেডমাস্টার হিসেবে দিনাজপুর হাইস্কুলে যোগদান করেন।কবি কাজী কাদের নওয়াজ বাংলা, ইংরেজী, আরবি, ফার্সি, সংস্কৃতি প্রভৃতি ভাষায় সুপন্ডিত ছিলেন। তাঁর একটি বিখ্যাত কবিতা ‘মা’-“মা কাথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই,ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই”প্রকাশিত গ্রন্থসমূহঃ মরাল (বাংলা ১৩৪১), নীল কুমুদী (কাব্য)-১৯৬০, দুটি পাখি, দুটি তীরে (উপন্যাস), দস্যু লাল মোহন (গোয়েন্দা কাহিনী) ও দাদুর বৈঠক (স্মৃতিচারণমূলক গল্পকাহিনী)- ১৯৪৭ অপ্রকাশিত গ্রন্থসমূহঃ মরুচন্দ্রিকা (মহানবীর জীবনী কাব্যাকারে রচিত), চম্পাডাঙ্গার হাট (কাব্য), ইসলামী গাঁথা (কাব্য), মণিদ্বীপ (কাব্য) ও কালের হাওয়া (কাব্য)। পুরস্কারঃ বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৩), প্রেসিডেন্ট পুরস্কার ও মাদার বক্স পুরস্কার। খেতাবঃ তমখায়ে ইমতিয়াজ কীভাবে যাবেন- মাগুরা নতুন বাজার বাসস্ট্যান্ড থেকে ১১ কি.মি. দুরত্বে শ্রীপুর। বাস কিংবা মাহিন্দ্র বা অটোতে আসা যায়। শ্রীপুর বাজার থেকে কলেজ রোড দিয়ে মুজদিয়া কবির বাড়ি ভ্যান যোগে যেতে ৫ মিনিট লাগবে।
দেশ ও প্রবাসী বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি আপনারা বিনোদিত হবেন , ভালো লাগলে প্লিজ লাইক , কমেন্ট এবং শেয়ার করবেন । আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন ।
Friends at home and abroad, wherever you are, I hope you are entertained, if you like it, please like, comment and share. Click on the red subscribe button below the video and keep clicking on the bell button next to it to be the first to get new videos on our channel.
আমার ফেসবুক পেজ : / sanabanglabd
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: