রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫
Автор: Daily Horoscope দৈনিক রাশিফল
Загружено: 2025-09-27
Просмотров: 50
Описание:
রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫
আজ জন্ম হলে আপনি তুলা রাশির জাতক/জাতিকা।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও শুক্র।
২৮ তারিখে জম্ম হবার কারনে আপনার উপর রবির প্রভাব প্রবল।
আপনার শুভ সংখ্যা ঃ ১,১০,১৯,২৮।
শুভ গ্রহ ও বার ঃ রবি ও শুক্র।
শুভ রতœ : হীরা ও রুবী।
আজকের দিনের শুভ রং ঃ আজ আপনি সাদা ও কমলা বর্ণের বস্ত্র পরিধানে সৌভাগ্যের সাক্ষাৎ পেতে পারেন।
আজকের শুভ সময় ঃ সকাল: ৬:৫৪-৯:১০, দুপুর: ১২:১৫-৩:২০,বিকাল: ৪:০৬-৪:৫২, রাত: ৮:০৮-৯:৪৮, ১২:২৭-১:৫৭, ২:৪৭-৬:০০ পর্যন্ত।
চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে।
৬ষ্ঠী তিথি সকাল: ১১:১২ পর্যন্ত পরে ৭মী তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল) ঃ আজ ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকবেন। শেয়ার ব্যবসায়ীদের ধৈর্য্য ধরতে হবে। দূরের যাত্রায় সতর্ক হতে হবে। তাড়াহুড়া করে কোন কাজ না করাই ভালো।
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে) ঃ সাংসারিক বিষয় নিয়ে জীবন সাথীর সাথে মতানৈক্য এড়াতে হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা। অবিবাহিতদের বিয়ের আলোচনায় উন্নতি।
মিথুন রাশি (২১ মে - ২০ জুন) ঃ আজ সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য লাভের আশা। রাগ ও জেদ এড়িয়ে আপনাকে আরো কৌশুলী হতে হবে। কাজের লোক নিয়োগ দিতে পারেন।
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই) ঃ সাংসারিক কাজে প্রিয়জনদের সাহায্য লাভ। সন্তানের সাথে সম্পর্কের উন্নতি হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে। প্রেম ভালোবাসায় সাফল্য লাভ।
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট) ঃ আজ কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। আত্মীয় স্বজনের সাহায্য লাভ। ব্যবসায়ীক কাজে আত্মীয়র সাহায্য পাবেন। গৃহস্থালী কিছু দ্রব্যাদি ক্রয় করতে হবে।
কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) ঃ পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে। মধ্যস্ততার কাজে ভালো রোজগারের আশা। গৃহস্থালী কাঝে ছোট ভাই বোনের সাহায্য লাভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) ঃ আজকের দিনটি বকেয়া অর্থ আদায়ে অগ্রগতির। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) ঃ কর্মক্ষেত্রে প্রবল সংগ্রাম করতে হবে। ব্যবসা বাণিজ্যে নিজের সিদ্ধান্তকে পূণরায় বিবেচনা করতে হবে। বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি। দাম্পত্য জটিলতা এড়াতে হবে।
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ঃ প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা। আইনগত জটিলতার সমাধান আশা করা যায়। গৃহস্থালী ব্যয় বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ঃ আজ বন্ধুদের সাহায্য লাভের সুযোগ পাবেন। ব্যবসায়ীক কাজে উন্নতির আশা। চাকরিজীবীদের বকেয়া বিল বেতন আদায় হবে। বড় ভাই বোনের সাথে বিরোধ এড়াতে হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি) ঃ কর্মক্ষেত্রে কিছু জটিলতা মোকাবেলা করতে হবে। পিতার সাথে মতানৈক্যে জড়িয়ে পড়ার আশঙ্কা। পদস্ত ব্যক্তির সাথে ঝামেলা দেখা দেবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ঃ ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ। আমদানী রপ্তাণী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের আশা। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে উন্নতির যোগ।
পোস্ট / ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট আর শেয়ার করবেন, ধন্যবাদ 👍🙏
#রবিবার_রাশিফল #রাশিফল #আজকের_রাশিফল #দৈনিক_রাশিফল #টিপস_দৈনিক_রাশিফল #দৈনিক_রাশিফল_টিপস
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: