BANGLA PRANER SUR (বাংলা প্রানের সুর) | Dual Voice🎙️(Male & Female) 👩❤️👨 ~ SAMAPAN MISRA 😊
Автор: SAMAPAN MISRA
Загружено: 2020-06-03
Просмотров: 1526
Описание:
লেখাটা সংগ্রহ করেছিলাম ফেইসবুক থেকে। কার লেখা জানিনা।
লেখাটা প্রচুর শেয়ার হয়েছিল মনে আছে। এমন মিষ্টি একটা লেখা থেকে আমার টাইমলাইন-ই বা বঞ্চিত থাকে কেন? বলাই বাহুল্য, আমিও শেয়ার করেই ফেলি ফেইসবুক-এ এমনকি হোয়াটস্যাপেও।
লেখকের পরিচয় জানবার ইচ্ছে ছিল খুব। তবে অনেক চেষ্টা করেও অবশেষে ব্যর্থ হই।
লেখাটা এমন গভীরভাবে আমার হৃদয় স্পর্শ করেছিল যে কেবল ফেইসবুক আর হোয়াটস্যাপ-এর জগতে শেয়ার করেই শান্তি পাচ্ছিলাম না। কেন জানিনা মন মানছিল না! আরো কোন কোন উপায়ে আমার একান্ত নিজস্ব ভালোলাগাটা,মুগ্ধতাটা ভাগ করে নেওয়া যায় সকল বাংলাপ্রেমী বাঙালি ও অবাঙালি মানুষের সাথে, সেই চিন্তাতেই মগ্ন ছিলাম। হঠাৎ মাথায় এলো লেখাটা পড়ানোর পরিবর্তে সকলকে শোনানোর কথা। ভেতর থেকে একটা তাগিদ অনুভব করলাম আর পরম উৎসাহে করেই ফেললাম পাঠ। তবে , তা এক অভিনব উপায়ে, আমার দ্বৈত কণ্ঠের(নারী ও পুরুষ)👩❤️👨 প্রয়োগে। 😃😃
উদ্দেশ্যে, উপস্থাপনাটা আরো একটু বেশি মনোগ্রাহী করে তোলা।🤗🤗
নামহীন লেখাটার পছন্দসই একটা নামকরণও করে ফেললাম নিজের মতো করে☺️☺️
" বাংলা প্রানের সুর "
যাইহোক, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সাফল্যমন্ডিত করতে অন্তর থেকে আপনাদের সকলের সহায়তা কামনা করি। 🙇♀️🙇🏻♂️
শুনতে ভুলবেন না এবং অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে পাশে থাকবেন আশা রাখবো।😇❣️❣️😇
লেখা✒️: বাংলা প্রানের সুর (সংগৃহীত)
দ্বৈত কণ্ঠ (নারী ও পুরুষ)🎙️👩❤️👨: সমাপন মিশ্র
♡ অডিও কে সফল ভাবে ভিডিও-র রূপ দান করেছে প্রান্তিক মন্ডল ♡
😊❤️🤝🏻
🙏🏻 ধন্যবাদ 🙏🏻
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: