আমিরাতে ইউনুস মিয়ার সফলতা | BANGLADESHI BUSINESSMAN, UAE
Автор: TalkTube
Загружено: 2021-08-07
Просмотров: 5145
Описание:
আমিরাতে ইউনুস মিয়ার সফলতা | BANGLADESHI BUSINESSMAN, UAE
#UAE #BUSINESSMAN #PROBASH_JIBON
আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ইউনুস মিয়া চৌধুরী বর্ণাঢ্য প্রবাস জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত । আমিরাতের শাসকদের আবাসস্থল বা জন্মভূমি গ্রীন সিটি আল আইনে যার ব্যবসার পরিধি বিস্তৃত। একজন সুপ্রতিষ্ঠিত সৃজনশীল ব্যবসায়ী হিসেবে শুধু আল-আইন নয় আমিরাত জুড়ে ইউনুস মিয়া চৌধুরী এক ডায়নামিক ব্যবসায়ীক হিসেবে পরিচিত। সংযুক্ত আরব আমিরাতে যে কয়জন বিল্ডিং মেটারিয়ালস ব্যবসায় অভাবনীয় সাফল্য এনেছেন তারমধ্যে ইউনুস মিয়া চৌধুরী হল অন্যতম নাম ও উদাহরণ।
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে যে প্রতিষ্ঠানের নামে তিনি নিজের নামটি উজ্জ্বল করেছেন তাহল ইউনুস ট্রেনিং এস্টাবলিশমেন্ট । একটি ছোট্ট প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠান আজ সারা মিডলিস্টে এক পরিচিত আর মহীরুহ প্রতিষ্ঠানে পরিচিতি ঘটেছে। শিক্ষা, সাহিত্য, নেতৃত্ব ,সংস্কৃতি সমৃদ্ধ বাংলাদেশের উর্বর জনপদ চট্টগ্রামের রাউজান উপজেলার এই কৃতি সন্তান ভাগ্য পরিবর্তনের অন্বেষায় 1979 সালে সংযুক্ত আরব আমিরাতে ছুটে এসেছিলেন। জীবনের স্বর্ণালী চল্লিশটি বছর আমিরাতের মাটিতে কাটিয়ে দিলেও জীবনের স্বপ্ন পূরণের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে গেছেন ইউনুস মিয়া চৌধুরী । রাউজান উপজেলার 14 নং বাগোয়ান ইউনিয়নের গচ্ছি গাজী মুন্দার পাড়া গ্রামের মরহুম নবাব মিয়া চৌধুরী ও মরহুমা রাশিদা খাতুনের সুযোগ্য সন্তান ইউনুছ মিয়া চৌধুরী 1961 সালে জন্মগ্রহণ করেন। কারিগরি শিক্ষায় পড়াশোনা শেষ করে জীবনের লক্ষ্য পূরণে হাজার মাইল দূরে 1979 সালে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী দেশ আমিরাতে। সর্বপ্রথম তিনি আবুধাবিতে এসে গ্লোরিয়াস ইলেকট্রিক সার্ভিসেস নামে একটি কোম্পানিতে দুই বছর চাকুরি করেন। তারপর শুরু হয় নিজের স্বপ্ন পূরণের পথ চলা। 1982 সালে এসে ইলেকট্রিক্যাল কন্টাক্টার হিসেবে কাজ শুরু করেন তিনি । তার প্রথম ব্যবসায়িক লাইসেন্স ইউনুস ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টিং এস্টাবলিশমেন্ট । দীর্ঘদিন কন্ট্রাক্টিং জগতে বিচরণের পর 1994 সালে এসে তিনি ইউনুস ট্রেডিং এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা করেন। যে প্রতিষ্ঠানের নাম শুধু আলাইন নয় পুরো মধ্যপ্রাচ্যে বিখ্যাত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি ও গ্রাহকদের কাছে স্বীকৃতি পেয়েছে। সেই সাথে ব্যবসায়িক ইউনূসকেও নিয়ে গেছে অনন্য উচ্চতায় । গ্রীন সিটি অনলাইনের সানাইয়া এলাকায় দুটি বৃহৎ শোরুম ও পাঁচটি ওয়ারহাউজ মিলে 42 জন কর্মচারী কাজ করছেন ব্যবসায়ীক ইউনুছের প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার প্রেক্ষিতে প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের জনবল বাড়ানো যায় নি বলে মোঃ ইউনুছ মিয়া চৌধুরী জানান। এই ডায়নামিক ব্যবসায়ীর আরো দুটি প্রতিষ্ঠান রয়েছে।একটি প্রতিষ্ঠান হচ্ছে সালতানাত অব ওমানে AJYAL AL KHALIJ ট্রেডিং এল এল সি অপর প্রতিষ্ঠানটি হচ্ছে ইলিয়াছ মোহাম্মদ ইলেকট্রিক্যাল ট্রেডিং এস্টাবলিশমেন্ট আমিরাতের শিল্পনগরী আজমানে ।
ইউনুস মিয়া চৌধুরী শুধু ব্যবসার পেছনে ছুটে বেড়িয়েছেন তা নয়। নিজের পরিবারকে কিভাবে শিক্ষার আলোয় আলোকিত করা যায় তা নিয়েও সংগ্রাম করেছেন প্রবাস জীবনে। তাই এই ব্যবসায়ীর প্রতিটি সন্তান শিক্ষার আলো নিয়ে দ্যুতি ছড়াচ্ছে বিশ্বময়। ইউনুস মিয়া চৌধুরী 1985 সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সম্ভ্রান্ত পরিবার আবুল খায়ের সওদাগরের মেয়ে মোসাম্মৎ নুর নাহার চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পারিবারিক জীবনে নুর নাহার চৌধুরী ইউনুস মিয়া চৌধুরীকে জীবনের লক্ষ্যে পূরনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি ছেলেমেয়েদের শিক্ষার প্রতি ধাবিত করতে অবিরাম পরিশ্রম করেছেন । তাই 5 টি সন্তানকে তারা যেমন শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তেমনি নিজ এলাকায় যেন শিক্ষার আলো ছড়িয়ে পড়ে সে ব্যাপারেও সচেতন ছিলেন সব সময়। রাউজানে তার নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইউনুস মিয়া চৌধুরী একটি শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।
……………………………………
MY PLAY LIST, YOU CAN WATCH NOW :
1. আবদুল্লাহ আল হারুনের ছাদবাগান : • হারুনের ছাদবাগানে হারিয়ে যাওয়া গাছ | Bonsa...
2. কেকের শিল্পী : • এমনও কেক হয়? Artsy cakes | Cake decoration
3. ফখরুলের টাকার সংগ্রহ : • এতো টাকা ফখরুলের ! TALK TO FAKRUL HASAN
4. চট্টগ্রামের সবুজ হোটেল : • ঐতিহ্যবাহী সবুজ হোটেল টিকে থাকবে তো? SABU...
5. টাকার অভাবে না খেয়ে থেকেছি : • টাকা নেই, অনেকদিন না খেয়ে থেকেছি, জি হ্যাঁ...
…………………………..
Contract : [email protected]
…………………….
Tag
Bangladeshi businessman, business, UAE, DUBAI, DUBAI TRADING, al ain, travel, tour, dubai tour, provash life, probash jibon, jiboner golpo, life story, talktube, journey, প্রবাস জীবন, বিদেশের গল্প, প্রবাসের গল্প, বিদেশে কষ্টের জীবন, জীবনের গল্প, দুবাই ট্যুর, দুবাইয়ের ব্যবসায়ী, আমিরাতের জীবন, আমিরাতের ব্যবসায়ী, বিদেশে ব্যবসা, বিদেশে চাকুরি, ইউনুস মিয়ার গল্প, younus mia, unus mia, arab amirat,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: