চুরির অপবাদে ১৫ বছরের যুবককে পিটিয়ে হত্যা || Murder Of A Young Man In Fattickchari | News
Автор: 𝓣𝔀𝓱𝓪𝓼 𝓦𝓸𝓻𝓵𝓭
Загружено: 2025-08-22
Просмотров: 549
Описание:
ফটিকছড়িতে চো'র সন্দেহে কিশোরকে পি'টিয়ে হ'ত্যা: আ'টক ২
ফটিকছড়িতে চো'র সন্দেহে রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোরকে পি'টিয়ে হ'ত্যা করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) ভোরে কাঞ্চননগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চেইঙ্গার ব্রিজের ওপর ঘটনাটি ঘটে। এঘটনায় রাহাত ও মানিক নামে আরো দুই কিশোর আ'হত হয়।
নিহত মাহিন সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।
জানা যায়, ভোরে সাগর তালুকদার বাড়ির একটি সড়কের উপর স্থানীয় ৫/৬ জন ছেলে দাঁড়ানো অবস্থায় ছিল। পরে, তাদেরকে স্থানীয় অপরএকটি গ্রুপ ধাও'য়া দিলে তারা পালা'তে থাকে। এদের মধ্যে তিনজন একটি নির্মাণাধীন ঘরের ছাদের উপর উঠে আশ্রয় নেয়। ধাও'য়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে রশি দিয়ে বেঁ'ধে পে'টাতে থাকে। এতে ঘটনাস্থলে মাহিন নামের কিশোর মা'রা যায়। আহ'ত বাকি দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই তরুণকে আট'ক করেছে পুলিশ। এ ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: