৫০ মিনিটে ঢাকা টু চট্টগ্রাম, আসছে বুলেট ট্রেন | Bullet Train in Bangladesh | High Speed Train
Автор: News Room
Загружено: 2020-12-22
Просмотров: 125
Описание:
Please watch in FULLSCREEN and HD for the best quality. Enjoy!
Please remember to 👍 𝗟𝗶𝗸𝗲 - 💬 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝘁 - 🔗 𝗦𝗵𝗮𝗿𝗲 - 🔔 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲. Thank you! ♥
===========================
Facebook : / newsroom369
Youtube : / @newsroom369
======================================
বুলেট ট্রেনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে ঢাকা রুটে চলাচল জন্য নেওয়া প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ।
নকশা তৈরির কাজও শেষ পর্যায়ে। উচ্চগতির এ রেলসেবা চালু হলে ৬ ঘণ্টা নয়, ননস্টপে মাত্র ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া যাবে।
ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলবে এবং দিনে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করবে। এর জন্য একজন যাত্রীর ২ হাজার টাকার মতো ভাড়া গুনতে হবে। রুট ম্যাপ অনুযায়ী প্রস্তাবিত রেলপথে মোট ছয়টি স্টেশন রয়েছে। সেগুলো হলো: ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম।
যদি এসব স্টেশনে ৩ মিনিট করে থামে তাহলে আরও ১৮ মিনিট সময় বেশি লাগবে। সেক্ষেত্রে ৭৩ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছানো যাবে। আর যদি না থামে তাহলে ৫৫ মিনিটেই চট্টগ্রাম টু ঢাকা। তবে চূড়ান্ত অনুমোদনের পর থামবে কি থামবে না- এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা থেকে চট্টগ্রাম রুটের ৩২১ কিলোমিটার রেলপথ রয়েছে। তবে উচ্চগতির রেলপথটি আগের রেলপথের চেয়ে প্রায় ৯৪ কিলোমিটার কম হবে। এক্ষেত্রে উচ্চগতির রেলপথ দাঁড়াবে ২২৭ কিলোমিটার।
বর্তমানে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, পাহাড়তলী ও চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব দাঁড়ায় ৩২১ কিলোমিটার। উচ্চগতির ট্রেনের জন্য ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা রুটটি ব্যবহার করা হবে না, সরাসির ঢাকা থেকে নারায়ণগঞ্জ তারপর কুমিল্লা হয়ে চট্টগ্রাম পৌঁছাবে বুলেট ট্রেন। এক্ষেত্রে ৯৪ কিলোমিটার পথ কম পাড়ি দিতে হবে ট্রেনটির।
বাংলাদেশের ট্রেন এখনো চলছে ৭০ শতাংশ মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন আর ৫০ ভাগেরও বেশি ঝুকিঁপূর্ণ লাইন দিয়ে। চাহিদার তুলনায় শত কোটি বাজেট ঘাটতি আর প্রতি বছর গড়ে দুই হাজার কোটি টাকা লোকসান দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরকম নড়বড়ে অবস্থায় পরিকল্পনা নিয়েছে বুলেট ট্রেন চালানোর।
#BulletTrain #DhakaChittagongRailway #BulletTraininBangladesh #NewsRoom
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: